কলকাতা, 30 মার্চ: আগামী 3 এপ্রিল অর্থাৎ সোমবার মহাবীর জয়ন্তীর দিন কমানো হয়েছে মেট্রোর সংখ্যা ৷ 288টির মেট্রোর পরিবর্তে ওই দিন চালানো হবে 234টি মেট্রো ৷ এমনটাই জানানো হয়েছে মেট্রো রেলের তরফে ৷ সোমবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে । ফলে স্কুল, কলেজ এবং বহু সরকারি অফিস বন্ধ থাকবে ৷ যেহেতু ছুটির দিন, তাই মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ মেট্রোর নর্থ সাউথ করিডোরে কম সংখ্যক মেট্রো চালানো হবে ।
দেশের অনান্য প্রান্তের মতোই মহাবীর জয়ন্তী ধুমধাম করে পালন হয়ে থাকে শহর কলকাতায় ৷ ফলে ছুটির দিন থাকায় শহর কলকাতায় 234টি মেট্রোর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, দিনের প্রথম মেট্রো পরিষেবা দমদম থেকে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। অর্থাৎ প্রতিদিনের মতো ওই দিনও পরিষেবা শুরু হবে সকাল 6.50 মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়ার সময় অপরিবর্তিত থাকছে প্রতিদিনের মতো, সকাল 6.50 মিনিটে ট্রেন পাওয়া যাবে।