কলকাতা, 22 এপ্রিল: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর । রবিবার অর্থাৎ 23 এপ্রিল ইডেন গার্ডেনে রয়েছে আইপিএলের ম্যাচ । যেখানে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ৷ আর এই ম্যাচের জন্যই মধ্যরাতে বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো ৷ শনিবার কলকাতা মেট্রো রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ।
জানা গিয়েছে, আগামিকাল রাত 12.15 মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে একটি মেট্রো। এই মেট্রোটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছবে ঠিক রাত 12.48 মিনিটে । ঠিক একই ভাবে ডাউন লাইনে রাত 12.15 মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে আরও একটি মেট্রো। ওই মেট্রোটি কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে ঠিক রাত 12.48 মিনিটে। এই ট্রেন দুটি সবক'টি স্টেশনেই থামবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি বুকিং কাউন্টার খোলা থাকবে ৷ যেখান থেকে শুধুমাত্র স্মার্ট কার্ড ও টোকেন বিক্রি করা হবে খেলার রাতে। সেখান থেকেই স্মার্ট কার্ড ও টোকেন সংগ্রহ করে খেলা দেখে ঘরে ফিরতে পারবেন অনুরাগীরা ৷