পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Metro for IPL Match: রবিবার ইডেনে মুখোমুখি কলকাতা-চেন্নাই, মাঝরাতে বিশেষ মেট্রো পরিষেবা শহরে - চেন্নাই সুপার কিংস

কলকাতায় আইপিএল ম্যাচের জন্য রবিবার বিশেষ ট্রেন চালাবে মেট্রো রেল ৷ দেখে নিন সময়সূচি ৷

Kolkata Metro service in IPL Day
বিশেষ মেট্রো পরিষেবা

By

Published : Apr 22, 2023, 7:27 PM IST

কলকাতা, 22 এপ্রিল: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর । রবিবার অর্থাৎ 23 এপ্রিল ইডেন গার্ডেনে রয়েছে আইপিএলের ম্যাচ । যেখানে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ৷ আর এই ম্যাচের জন্যই মধ্যরাতে বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো ৷ শনিবার কলকাতা মেট্রো রেলের তরফে এমনটাই জানানো হয়েছে ।

জানা গিয়েছে, আগামিকাল রাত 12.15 মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে একটি মেট্রো। এই মেট্রোটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছবে ঠিক রাত 12.48 মিনিটে । ঠিক একই ভাবে ডাউন লাইনে রাত 12.15 মিনিটে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে আরও একটি মেট্রো। ওই মেট্রোটি কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে ঠিক রাত 12.48 মিনিটে। এই ট্রেন দুটি সবক'টি স্টেশনেই থামবে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি বুকিং কাউন্টার খোলা থাকবে ৷ যেখান থেকে শুধুমাত্র স্মার্ট কার্ড ও টোকেন বিক্রি করা হবে খেলার রাতে। সেখান থেকেই স্মার্ট কার্ড ও টোকেন সংগ্রহ করে খেলা দেখে ঘরে ফিরতে পারবেন অনুরাগীরা ৷

রবিবার কলকাতা বনাম চেন্নাইয়ের দ্বৈরথ দেখতে ক্রিকেটের নন্দনকাননে ভিড় জমাবেন কলকাতা-সহ রাজ্যের ক্রীড়া অনুরাগীরা ৷ বিভিন্ন প্রান্ত থেকে ইডেন গার্ডেন্সে পৌঁছতে যোগাযোগের অন্যতম মাধ্যম এই মেট্রো ৷ আর নিজের শহরের মাঠে যখন এই খেলা তখন ক্রিকেট প্রেমীদের মধ্যে যে উন্মাদনার পারদ চড়েছে, তা বলাই বাহুল্য। এই ম্যাচ দেখতে ইডেনে আসা মানুজনের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয় তাই মেট্রোর রাতে এই বিশেষ পরিষেবা । এর জেরে মধ্য রাতে খেলা দেখে ফিরতে দর্শকদের কোনও সমস্যায় পড়তে হবে না ৷ তবে এই প্রথম নয়, কলকাতায় যেদিন আইপিএল ম্যাচ থাকছে সবক'টি দিনই এই বিশেষ মেট্রো চালানো হচ্ছে ।

আরও পড়ুন:ছুটির দিনেও আইপিএলের জন্য বিশেষ মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি

ABOUT THE AUTHOR

...view details