কলকাতা, 29 জুন: দেশজুড়ে আজ পালিত হচ্ছে বকরি ঈদ বা ঈদ-উল-আধহা । তাই আজ মেট্রোর ব্লু লাইনে কমতে চলেছে মেট্রোর পরিষেবা। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে।
বকরি ঈদ বা ঈদ-উল-আধা উপলক্ষ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেশিরভাগ অফিস এবং স্কুল ও কলেজ ছুটি রয়েছে। তাই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ ব্লু লাইনে সারাদিনে চলবে 234টি মেট্রো পরিষেবা। 117টি আপ ও 117টি ডাউন পরিষেবা থাকবে সাধারণ মানুষের জন্য ৷ মূলত, স্বাভাবিক দিনে সারাদিনে 288টি পরিষেবা থাকে। তবে দিনের প্রথম ও শেষ ট্রেনের সময়ের কোনও পরিবর্তন হয়নি বলে জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।
বৃহস্পতিবার মোট 234টি মেট্রো পরিষেবার মধ্যে দক্ষিণেশ্বর পর্যন্ত পাওয়া যাবে 160টি মেট্রোর পরিষেবা ৷
বৃহস্পতিবার দিনের প্রথম পরিষেবা:
- দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। অর্থাৎ প্রতিদনের মতোই মেট্রো ছাড়বে সকাল 6.50 মিনিটে।
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ মেট্রো ছাড়বে সকাল 6:50 মিনিটে।
- দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ মেট্রো ছাড়বে সকাল 6:55 মিনিটে।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। অর্থাৎ মেট্রো ছাড়বে সকাল 7টার সময়।