পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Metro Service on Durga Puja: পুজোর চার দিন মেট্রো চলবে ভোর চারটে পর্যন্ত

দু'বছর কেটেছে করোনায় ৷ তাই পুজোপ্রেমীরা সেভাবে মেতে উঠতে পারেনি ৷ আর এবার করোনার প্রকোপ কাটিয়ে বাঙালি যে পুজোয় মেতে উঠবে তা বলায় বাহুল্য ৷ তাই এই ভিড়ের টের বুঝতে পেরে যানবাহন পরিষেবার সংখ্যা বাড়াচ্ছে মেট্রো থেকে বাস কর্তৃপক্ষ (Metro Service) ৷ পুজোর চারদিন তাই বাড়ানো হল মেট্রো পরিষেবা ৷ ভোর পর্যন্ত চলবে মেট্রো (Metro Services Increased During Durga Puja) ৷

Metro Service on Durga Puja
পুজোর চার দিন মেট্রো চলবে ভোর চারটে পর্যন্ত

By

Published : Sep 16, 2022, 8:57 PM IST

Updated : Sep 16, 2022, 9:43 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: আসছে পুজো ৷ পুজোর চারটে দিন ভিড় এড়াতে এই পদক্ষেপ ৷ মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো (North-South Metro)। পাশাপাশি থাকবে বিশেষ পরিষেবাও। শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে (Metro Services Increased During Durga Puja)।

পুজোর চারটি দিন সকল 8টা থেকে মাঝরাত 12টা পর্যন্ত চলাচল করবে মেট্রো।
নর্থ-সাউথ মেট্রো পরিষেবা:
পঞ্চমী ও ষষ্ঠী- এই দু'দিন মোট মেট্রোর সংখ্যা 288টি (144টি আপ ও 144টি ডাউন)৷

দিনের প্রথম পরিষেবা-

  • সকাল-08.00- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ
  • সকাল-08.05-দমদম থেকে দক্ষিণেশ্বর
  • সকাল-08.10-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

দিনের শেষ পরিষেবা-

  • রাত-10.30-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
  • রাত-10.40-কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
  • রাত-10.50-দমদম থেকে কবি সুভাষ
  • রাত-10.50-কবি সুভাষ থেকে দমদম

আরও পড়ুন:বাঙালির শ্রেষ্ঠ উৎসবে 'ফিরছেন' কেকে, দুর্গাপুজোর মণ্ডপে শিল্পীর শেষ লাইভ শো

সপ্তমী, অষ্টমী এবং নবমী-এই তিনদিন মোট পরিষেবার সংখ্যা 248টি (124টি আপ ও 124টি ডাউন)

এই তিনদিন প্রথম পরিষেবা শুরু হবে বেলা 1টার সময় ৷

দমদম-দক্ষিণেশ্বর
কবি সুভাষ-দক্ষিণেশ্বর
দমদম-কবি সুভাষ
দক্ষিণেশ্বর-কবি সুভাষ

দিনের শেষ পরিষেবা-

  • রাত-03.48-দক্ষিণেশ্বর-কবি সুভাষ
  • রাত-03.50-কবি সুভাষ-দক্ষিণেশ্বর
  • ভোর-4টে-দমদম-কবি সুভাষ
  • ভোর-4টে-কবি সুভাষ-দমদম

আরও পড়ুন:মূলধারার রাজনীতির থেকেও শাস্ত্রীয় সঙ্গীতের অলিন্দে অনেক বেশি পলিটিক্স, অকপট দেবজ্যোতি বসু

দশমী- এদিন মোট পরিষেবা 132টি (66টি আপ ও 66টি ডাউন)

দিনের প্রথম পরিষেবা-

এদিন প্রথম পরিষেবা শুরু হবে বেলা 1 টার সময়

দমদম-দক্ষিণেশ্বর
কবি সুভাষ-দক্ষিণেশ্বর
দমদম-কবি সুভাষ
দক্ষিণেশ্বর-কবি সুভাষ

দিনের শেষ পরিষেবা-

  • রাত-09.48-দক্ষিণেশ্বর-কবি সুভাষ
  • রাত-09.50-কবি সুভাষ-দক্ষিণেশ্বর
  • রাত-10টা-দমদম-কবি সুভাষ
  • রাত-10টা-কবি সুভাষ-দমদম

আরও পড়ুন:দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেশের সম্মান: অমিত শাহ

একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী

এই তিন দিন মোট পরিষেবার সংখ্যা 234টি (আপ 117টি এবং ডাউন 117টি)

দিনের প্রথম পরিষেবা:

  • সকাল-06.50-কবি সুভাষ-দক্ষিণেশ্বর
  • সকাল-06.50-দমদম-কবি সুভাষ
  • সকল-06.55-দমদম দক্ষিণেশ্বর
  • সকল-07.00-দক্ষিণেশ্বর-কবি সুভাষ

দিনের শেষ পরিষেবা:

  • রাত-09.24-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
  • রাত-09.30-কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
  • রাত-09.40-দমদম থেকে কবি সুভাষ
  • রাত-09.40-কবি সুভাষ থেকে দমদম

পুজোর চার দিন নর্থ-সাউথ করিডোরের মত ইস্ট-ওয়েস্ট এও থাকছে বিশেষ পরিষেবা।

পুজোর চারদিন বাড়ানো হল মেট্রো পরিষেবা
সপ্তমী অষ্টমী ও নবমী- মোট পরিষেবার সংখ্যা 72টি (36টি আপ ও 36টি ডাউন)। এই তিনদিন বেলা 11.55 মিনিটে পরিষেবা শুরু হবে চলবে মাঝরাত পর্যন্ত। দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে 20 মিনিটের।দিনের প্রথম পরিষেবা-
  • বেলা 11.55 মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ
  • বেলা 12.00টায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা

দিনের শেষ পরিষেবা-

  • রাত 11.35 মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো
  • রাত 11.40 মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা

দশমীর দিন ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে সারাদিনে চলবে মোট 48টি মেট্রো (24টি আপ এবং 24টি ডাউন)

দিনের প্রথম পরিষেবা-

  • বেলা 11.55 মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ
  • বেলা 12 টায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা

দিনের শেষ পরিষেবা-

  • সন্ধ্যে 07.35 মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ
  • সন্ধ্যে 07.40 মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা
Last Updated : Sep 16, 2022, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details