কলকাতা, 16 সেপ্টেম্বর: আসছে পুজো ৷ পুজোর চারটে দিন ভিড় এড়াতে এই পদক্ষেপ ৷ মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো (North-South Metro)। পাশাপাশি থাকবে বিশেষ পরিষেবাও। শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে (Metro Services Increased During Durga Puja)।
পুজোর চারটি দিন সকল 8টা থেকে মাঝরাত 12টা পর্যন্ত চলাচল করবে মেট্রো।
নর্থ-সাউথ মেট্রো পরিষেবা:
পঞ্চমী ও ষষ্ঠী- এই দু'দিন মোট মেট্রোর সংখ্যা 288টি (144টি আপ ও 144টি ডাউন)৷
দিনের প্রথম পরিষেবা-
- সকাল-08.00- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ
- সকাল-08.05-দমদম থেকে দক্ষিণেশ্বর
- সকাল-08.10-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
দিনের শেষ পরিষেবা-
- রাত-10.30-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
- রাত-10.40-কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
- রাত-10.50-দমদম থেকে কবি সুভাষ
- রাত-10.50-কবি সুভাষ থেকে দমদম
আরও পড়ুন:বাঙালির শ্রেষ্ঠ উৎসবে 'ফিরছেন' কেকে, দুর্গাপুজোর মণ্ডপে শিল্পীর শেষ লাইভ শো
সপ্তমী, অষ্টমী এবং নবমী-এই তিনদিন মোট পরিষেবার সংখ্যা 248টি (124টি আপ ও 124টি ডাউন)
এই তিনদিন প্রথম পরিষেবা শুরু হবে বেলা 1টার সময় ৷
দমদম-দক্ষিণেশ্বর
কবি সুভাষ-দক্ষিণেশ্বর
দমদম-কবি সুভাষ
দক্ষিণেশ্বর-কবি সুভাষ
দিনের শেষ পরিষেবা-
- রাত-03.48-দক্ষিণেশ্বর-কবি সুভাষ
- রাত-03.50-কবি সুভাষ-দক্ষিণেশ্বর
- ভোর-4টে-দমদম-কবি সুভাষ
- ভোর-4টে-কবি সুভাষ-দমদম
আরও পড়ুন:মূলধারার রাজনীতির থেকেও শাস্ত্রীয় সঙ্গীতের অলিন্দে অনেক বেশি পলিটিক্স, অকপট দেবজ্যোতি বসু
দশমী- এদিন মোট পরিষেবা 132টি (66টি আপ ও 66টি ডাউন)
দিনের প্রথম পরিষেবা-
এদিন প্রথম পরিষেবা শুরু হবে বেলা 1 টার সময়
দমদম-দক্ষিণেশ্বর
কবি সুভাষ-দক্ষিণেশ্বর
দমদম-কবি সুভাষ
দক্ষিণেশ্বর-কবি সুভাষ
দিনের শেষ পরিষেবা-
- রাত-09.48-দক্ষিণেশ্বর-কবি সুভাষ
- রাত-09.50-কবি সুভাষ-দক্ষিণেশ্বর
- রাত-10টা-দমদম-কবি সুভাষ
- রাত-10টা-কবি সুভাষ-দমদম