কলকাতা, 29 সেপ্টেম্বর : কিছুক্ষণের জন্য থমকে গেল মেট্রো পরিষেবা । আজ দুপুর দু'টো নাগাদ আপ লাইনের একটি AC রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় । ফলে, বেশ কিছুক্ষণ আটকে থাকে মেট্রো পরিষেবা । প্রায় 20 মিনিট বন্ধ থাকে মেট্রো চলাচল ।
AC রেকে যান্ত্রিক ত্রুটি, বন্ধ রইল মেট্রো পরিষেবা - technical fault in AC rack
আজ দুপুর দু'টো নাগাদ আপ লাইনে একটি AC ট্রেন নেতাজি ভবন স্টেশন থেকে ছাড়ার সময় হঠাৎই যান্ত্রিক বিভ্রাট দেখা দেয় । মেট্রোকর্মীদের তৎপরতায় প্রায় 20 মিনিট পর আবার চলতে শুরু করে মেট্রো পরিষেবা ।
আজ ওই AC ট্রেনটি নেতাজি ভবন স্টেশন থেকে ছাড়ার সময় হঠাৎই যান্ত্রিক বিভ্রাট দেখা দেয় । এমনিতেই এখন মেট্রোয় ভিড় হচ্ছে না তেমন । ওই সময় প্ল্যাটফর্মে তেমন ভিড়ও ছিল না। তবে যাঁরা ছিলেন তাঁদের ভোগান্তির মুখে পড়তে হয় । মেট্রোকর্মীরা দ্রুত কাজ শুরু করেন । ফের দু'টো বেজে 20 মিনিটে ময়দান থেকে নোয়াপাড়া আপ ও ডাউন লাইনে সংক্ষিপ্ত পরিষেবা বা ট্রাংকেটেড পরিষেবা চালানো হয় ।
অন্যদিকে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা চালু হয় ।