কলকাতা, 11 মার্চ : সবকিছু ঠিক থাকলে আগামী 16 ও 17 মার্চ শিয়ালদা মেট্রো স্টেশন পরিদর্শনে আসতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) । প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদা (Sealdah Station of East west Metro Project) । মেট্রো রেল সূত্রে খবর, চলতি মাসের 16 ও 17 তারিখে এই স্টেশন পরিদর্শনে আসার কথা সিআরএসের ৷ মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে সেই চিঠিও । সেই চিঠির বয়ান অনুযায়ী 16 ও 17 দুদিন ধরে চলবে এই পরিদর্শনের পালা ৷ যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা । পাশপাশি যাত্রী স্বাচ্ছন্দের বিভিন্ন বিষয়, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ইলেকট্রিকাল ও সিগন্যালিং ব্যবস্থার বিষয়গুলি এবং এখনও পর্যন্ত যা যা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে সমস্ত রিপোর্ট খতিয়ে দেখা হবে ।
শিয়ালদা স্টেশনের প্রস্তুতি গ্রায় শেষ । জানুয়ারি মাসে মিলেছে অগ্নি নির্বাপন ও সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র । রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম আগেই জানিয়েছিলেন, ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে মার্চ মাসে । মনে করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মিলতে পারে চূড়ান্ত ছাড়পত্র ৷ তারপর যেকোনও দিন শিয়ালদা থেকে ছুটতে পারে মেট্রো ৷