পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ড্রেন পরিষ্কারের জন্য ১০ মিনিট বন্ধ থাকল মেট্রো - service

১০ মিনিটের জন্য বন্ধ ছিল মেট্রো চলাচল। এর জেরে ব্যাহত হল দমদমগামী মেট্রো পরিষেবা । তবে যাত্রীদের কোনওরকম অসুবিধা হয়নি ।

ফাইল ফোটো

By

Published : May 5, 2019, 3:25 PM IST

কলকাতা, 5 মে: ফের থমকে গেল মেট্রো পরিষেবা। রবিবার সকালে ১১টা ১৭ মিনিটে যতীন দাস পার্ক স্টেশনে ঢোকার আগে আপ লাইনে হঠাৎ থেমে যায় ট্রেন। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, "যতীন দাস পার্ক স্টেশনের আপ লাইনের কাছে একটি ড্রেন থেকে জল বের হচ্ছিল। তাই ড্রেনটিকে পরিষ্কার করার জন্য কিছুক্ষণের জন্য আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এর ফলে আপ লাইনে যে রেকটি আসছিল সেটিকে কিছুক্ষণের জন্য থামানো হয়।"

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ মিনিটের মধ্যে ড্রেন পরিষ্কারের কাজ শেষ করে ফেলা হয়। তারপর ১১টা ২৭ মিনিটে আবার আপ লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এরপর ফের আপ লাইনে শুরু হয় ট্রেন চলাচল ।

হঠাৎ কী কারণে যতীন দাস পার্ক স্টেশনের কাছে ড্রেন থেকে জল বের হচ্ছিল, তা খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আজ রবিবার ছুটির দিন তাই যাত্রীদের তেমন সমস্যা হয়নি। তবে সপ্তাহের কাজের দিনে এমন ঘটনা ঘটলে নাকাল হতে হত যাত্রীদের।

ABOUT THE AUTHOR

...view details