কলকাতা, 14 ডিসেম্বর: আবারও কলকাতা মেট্রোয় বিভ্রাট ৷ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা ৷ বৃহস্পতিবার নোয়াপাড়া থেকে বরানগরের আপের থার্ড লাইনে হঠাৎই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় । এর জেরে থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ সমস্যা হয় । কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাই আপ লাইনে এই মুহূর্তে ওই অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে । যার ফলে বিঘ্নিত হয়েছে পরিষেবা ৷ 5.22 মিনিটে ফের পরিষেবা স্বাভাবিক ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেলা 2.05 নাগাদ । হঠাৎই নোয়াপাড়া থেকে বরানগরের আপ থার্ড লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । তারপরেই তড়িঘড়ি মেট্রো কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন । 2.15 মিনিট থেকে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । কী সমস্যা হয়েছে, আর কতক্ষনই বা সময় লাগবে এই সমস্যার সুরাহা করতে, সেটা এখনও বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ । তবে ওই অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে মেরামতের কাজ করা হচ্ছে । দ্রুত সমস্যার নিষ্পত্তি করে মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।