পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Service: পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বন্ধ পরিষেবা - Metro Service disrupted

মেট্রো স্টেশনে আত্মহত্যা কোনও নতুন বিষয় নয় ৷ কখনও প্রাণ বাঁচানো সম্ভব হলেও বেশিরভাগ ক্ষেত্রেই চালকের করার কিছু থাকে না ৷ আজ সকালের ব্যস্ত সময়েও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি (Part Street Metro Station) ৷

Park Street Metro Station Suicide
ETV Bharat

By

Published : Oct 11, 2022, 1:26 PM IST

Updated : Oct 11, 2022, 3:27 PM IST

কলকাতা, 11 অক্টোবর: মেট্রোয় আত্মহত্যার চেষ্টা ৷ মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি (Down Line Metro Service halt as a person tries to die by suicide) ৷ এই ঘটনায় ডাউন লাইনে পরিষেবা বন্ধ করা হয়েছে ৷ ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং আপ লাইনে টালিগঞ্জ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রয়েছে । ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি ৷

মেট্রো সূত্রে খবর, যে আজ বেলা 12.05 নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক মধ্যবয়সী পুরুষ। ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। উদ্ধার কাজের জন্য বন্ধ রাখা হয় পরিষেবা। 12.46 নাগাদ আবারও স্বাভাবিক হয় পরিষেবা। ওই ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান পার্ক স্ট্রিট থানার আধিকারিকরা। তবে তাঁর পরিচয় বা ঠিকানা কিছু জানা যায়নি।

আরও পড়ুন: দুর্গাপুজোয় লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর, আয় ছ'কোটিরও বেশি

এদিকে উদ্ধার কাজের জন্য ব্যস্ত সময়ে প্রায় 40 মিনিট বন্ধ থাকে পার্ক স্ট্রিট ডাউন লাইনের পরিষেবা। তবে ওই সময় মেট্রোর পক্ষ থেকে ট্রানকেড পরিষেবা চালানো হয় ।

Last Updated : Oct 11, 2022, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details