কলকাতা, 13 এপ্রিল: ভারতীয় সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার অর্থাৎ 14 এপ্রিল চলবে কম সংখক মেট্রো। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে । এদিন কেন্দ্র ও রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। ফলে বন্ধ থাকবে সরকারি দফতরগুলি। স্বাভাবিকভাবেই অফিস টাইমে যাত্রীদের ভিড় না-হওয়ার কারণেই এই দিন মেট্রো কম চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর । 14 এপ্রিল ইডেনে আইপিএল ম্যাচের জন্য রাতে পাওয়া যাবে বিশেষ মেট্রো পরিষেবা।
সাধারণ দিনে 288টি মেট্রো পরিষেবা থাকলেও আগামিকাল সারাদিনে চলবে 234টি পরিষেবা। মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন। যদিও গ্রিন লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর এবং পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবার কোন পরিবর্তন হয়নি।
সময় অপরিবর্তন থাকছে, দমদম থেকে কবি সুভাষ মেট্রো পরিষেবা। প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটেই। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ারও প্রথম মেট্রোও পাওয়া যাবে 06:50 মিনিটে। সময়সূচির কোন পরিবর্তন হয়নি। দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো যে সময়ে ছাড়ে শুক্রবার ছাড়বে একই সময়ে । দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 07:00 মিনিটে। এই ক্ষেত্রেও সময়সূচির কোন পরিবর্তন হয়নি।