পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

12 অগাস্টের আগে মেট্রো চালানো সম্ভব নয় : রেল - রেল

আজ নবান্নে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, এখনই মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব নয় ৷

metro rail service
ফাইল ফোটো

By

Published : Jun 29, 2020, 4:56 PM IST

কলকাতা, 29 জুন : আসন অনুযায়ী সমসংখ্যক যাত্রী নিয়ে 1 জুলাই থেকে মেট্রো রেল চালু করার অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, আজ নবান্নে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এখনই মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব নয় ৷

সামাজিক দূরত্ব বজায় রেখে মেট্রো রেল চালু সম্ভব কি না তা নিয়ে আজ রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মেট্রো কর্তৃপক্ষ ৷ বৈঠকে সমস্ত দিক বিবেচনা করে মেট্রোর আধিকারিকদের তরফে জানানো হয়, 12 অগাস্টের আগে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব নয় ৷

শুক্রবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "1 জুলাই থেকে মেট্রো চালু করার সম্মতি দেওয়া হয়েছে ৷ নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের তরফে মেট্রো চলাচলের সম্মতি দেওয়া হয়েছে ৷" একইসঙ্গে মেট্রোয় সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি আসন অনুযায়ী সমসংখ্যক যাত্রী নিয়ে মেট্রো রেল চালুর জন্য বলেন ৷

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে যদিও কুন্ঠাবোধ করছিলেন মেট্রো কর্তৃপক্ষ ৷ কারণ, আসন অনুযায়ী যাত্রী সংখ্যা যাতে ঠিক থাকে তার জন্য RPF মোতায়েন জরুরি ৷ আর সেক্ষেত্রে মেট্রোর প্রতি কামরায় ন্যূনতম দু'জন করে RPF বহাল রাখা প্রয়োজন । একটি ট্রেনে সব মিলিয়ে প্রয়োজন মোট 32 জন RPF । প্রতি ছয় থেকে সাত মিনিট অন্তর অন্তর চলে মেট্রো রেল । ফলে, শুধুমাত্র যাত্রীসংখ্যা ঠিক করতে একসঙ্গে এত সংখ্যক RPF মোতায়েন করা সহজ কাজ হবে না বলে মনে করছিল ওয়াকিবহাল মহল ।

অন্যদিকে আনলক 1 চালু হতে খুলে গেছে শহরের অধিকাংশ অফিস ৷ ফলে, মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীদের সুবিধা হবে ৷ তাই সব দিক নজরে রেখে কীভাবে মেট্রো পরিষেবা চালু করা যায় তা নিয়ে আজ নবান্নে বৈঠকে বসেন মেট্রোর আধিকারিকরা ৷ আর তাতেই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে এখনই মেট্রো পরিষেবা চালু সম্ভব নয় ৷

ABOUT THE AUTHOR

...view details