পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ছে মেট্রো রেকের সংখ্যা, মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধ

আগামী 16 জুলাই অর্থাৎ শুক্রবার থেকে বাড়তে চলেছে মেট্রো রেকের সংখ্যা । নিত্যযাত্রীরাও যাতায়াত করতে পারবেন মেট্রোতে । আগে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই মেট্রোতে উঠতে পারতেন । মোট 192টি রেক চালানো হবে ।

METRO RAIL
আগামী শুক্রবার থেকে নিত্যযাত্রীরাও যাতায়াত করতে পারবেন মেট্রোতে

By

Published : Jul 14, 2021, 9:40 PM IST

কলকাতা, 14 জুলাই : আগামী 30 জুলাই পর্যন্ত করোনা বিধিনিষেধ বেড়েছে রাজ্যে ৷ বুধবার নবান্ন থেকে বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে ৷ সপ্তাহে পাঁচদিন মেট্রো সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ সোমবার থেকে শুক্রবার চলবে মেট্রো । মোট 192টি ট্রেন চালানো হবে ।

আগামী 16 জুলাই অর্থাৎ শুক্রবার থেকে নিত্যযাত্রীরাও যাতায়াত করতে পারবেন মেট্রোতে । তবে শনি ও রবিবার মেট্রোতে চড়তে পারবেন শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীরাই । তবে আগামী 16 জুলাই থেকে রেকের সংখ্যা বাড়ানো হয়েছে । আজ মেট্রোরেলের তরফে এমনই জানানো হয়েছে ৷

আরও পড়ুন: চলবে মেট্রো, চাকা গড়াচ্ছে না লোকাল ট্রেনের ; 30 জুলাই পর্যন্ত বিধিনিষেধ

শুক্রবার থেকে আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে চলবে মোট 192টি মেট্রো । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে । শনিবার সারাদিনে চলবে 104 টি মেট্রো । সকাল 8টা থেকে বেলা 11টা 30 মিনিট এবং দুপুর 3টে 30 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিট পর্যন্ত মেট্রো চলবে । শুধুমাত্র জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা শনিবার এই পরিষেবা নিতে পারবেন । পাশাপাশি ইস্ট করিডোরে 48টি মেট্রো চলবে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত । আপাতত টোকেন ব্যবস্থা থাকছে না । তাই স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রোতে যাতায়াত করতে হবে । মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যাতে সমাজিক দূরত্ব বজায় রাখা যায় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । মেনে চলতে হবে করোনা বিধিনিষেধও ।

ABOUT THE AUTHOR

...view details