কলকাতা, 22 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Metro Rail Declarer Special Metro Service)। চলবে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত। তারপরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সেইসঙ্গে চলবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও। তাই সমস্ত পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার দিনগুলিতে থাকছে মেট্রোর বাড়তি পরিষেবা । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষের তরফে।
মেট্রোরেল সূত্রে খবর, পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ওই দিনগুলিতে চলবে মেট্রো । তাই 23 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ এবং 14 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত পরীক্ষার্থীরা বাড়তি মেট্রো পরিষেবার সুবিধা পাবেন ৷ পরীক্ষা শুরু এবং পরীক্ষা শেষ হওয়ার পর প্রতি পাঁচ থেকে ছয় মিনিট অন্তর চলবে পরিষেবা । অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সকল পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে সময় মত পৌঁছতে পারে তাই সকাল 9 টা থেকে রাত 8.18 মিনিট পর্যন্ত 5 থেকে 6 মিনিটের ব্যবধানে মেট্রো চলবে ৷