কলকাতা, 4 ফেব্রুয়ারি: সবকিছু ঠিকঠাক এগোলে চলতি বছরে মেট্রো জুড়বে কলকাতা ও হাওড়াকে ৷ বছর শেষ হওয়ার আগে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত দৌড়বে মেট্রো ৷ রেল বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলনে এমনটা জানালেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা (The general manager of Kolkata Metro Arun Arora addressed a press conference) ৷
গতকয়েক বছরের মতো এবারও সাধারণ বাজেটের সঙ্গেই ঘোষণা করা হয়েছে রেল বাজেট ৷ শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, এবছর রেল ও মেট্রোরেল মিলিয়ে পশ্চিমবঙ্গ অভূতপূর্ব অর্থ বরাদ্দ পেয়েছে ৷ মেট্রোর ক্ষেত্রে আগের বছরের তুলনায় অনেকগুণ বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ বিভিন্ন মেট্রো প্রকল্পের জন্য এবছর 3 হাজার 220.28 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ আগের বছর এই অঙ্কটি ছিল 1 হাজার 216.25 কোটি টাকা ৷ সব মিলিয়ে গত বছরের তুলনায় এবছর মেট্রো 165 শতাংশ বেশি বরাদ্দ পেয়েছে ৷
সম্প্রতি কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত রুটে কমিশনার ওফ রেলওয়ে সেফটির পরিদর্শন সম্পূর্ণ হয়েছে ৷ মেট্রো রেল সূত্রে খবর, খুব দ্রুত ছাড়পত্র চলে আসবে ৷ আর তারপরে যে কোনও দিন চালু হয়েছে যাবে যাত্রী পরিষেবা ৷ এদিন জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেন, "ইতিমধ্যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাত্রী পরিবহণ শুরু হয়ে গিয়েছে ৷ শেষের মুখে এসপ্ল্যানেড স্টেশনের কাজও ৷ এসপ্ল্যানেড থেকে শিয়ালদার দূরত্ব 2.5 কিমি ৷ এই অংশের 800 মিটার অর্থাৎ বউবাজার অংশের কাজের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে ৷ চলতি বছরের ডিসেম্বরে, বড়োজোর 2024 সালের প্রথম দিকে বউবাজার-সহ এসপ্ল্যানেড পর্যন্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৷ তাই বউবাজারের অংশের কাজের আর কোনও সমস্যার সম্মুখীন হতে না হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ হয়ে যাবে ইস্টওয়েস্ট মেট্রোর কাজ ৷"