পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Purple Line: কাজ শেষ হলে পুজোর আগেই পার্পল লাইনে মাঝেরহাট পর্যন্ত ছুটবে মেট্রো - Metro Service will starts on purple line

কাজ ঠিকঠাক এগোলে পুজোর আগেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পার্পেল লাইন মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা ৷ মঙ্গলবার একথা জানালো কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ৷

Etv Bharat
কলকাতা মেট্রোর পার্পেল লাইনে কাজ চলছে

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 8:50 PM IST

Updated : Sep 12, 2023, 9:25 PM IST

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রর বক্তব্য

কলকাতা, 12 সেপ্টেম্বর: চলতি বছরেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করতে বদ্ধপরিকর কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল ৷ অন্যদিকে পুজোর আগেই কর্তৃপক্ষ চালু করতে চায় জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা । কাজ ঠিকঠাক এগোলে পুজোর সময়ই যাত্রীদের জন্য জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পার্পল লাইনে পরিষেবা চালু হয়ে যেতে পারে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

বর্তমানে এই রুটে পরিষেবা রয়েছে জোকা থেকে তারাতলা পর্যন্ত। এই রুট এবার মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত হতে চলেছে । তার জন্য কাজ চলছে পুরোদমে। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে উড়ালপুল তৈরির কাজ আগেই শেষ হয়েছে । এমনকী তারাতলা থেকে মাঝেরহাটের মধ্যে উড়ালপথ নির্মাণের কাজও শেষ সম্পূর্ণ হয়েছে । বাকি রয়েছে মাঝেরহাট স্টেশনের শেষ পর্যায়ের কিছু কাজ ।

সম্প্রতি এই অংশের কাজ পরিদর্শন করতে যান জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। একদিকে যেমন শিয়ালদা বজবজ শাখার রেললাইনের উপর দিয়ে ঠিক আড়াআড়িভাবে চলে গিয়েছে পার্পল লাইন অংশের মেট্রো লাইন অন্যদিকে মাঝেরহাট ব্রিজের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে মেট্রো লাইন ৷ তাই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে মেট্রো স্টেশন।

জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত যাবে এই পার্পল লাইন । তবে আপাতত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হয়ে গেলে নিঃসন্দেহে বেহালাবাসী তো বটেই একইসঙ্গে উপকৃত হবে বহু মানুষ ৷ বিশেষ করে যারা নিউ আলিপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ ও বেহালা দিয়ে যাতায়াত করেন । অন্যদিকে আয় বাড়বে মেট্রোরও । মাঝেরহাট রেলস্টেশন থেকে যাত্রীরা অনায়াসেই চলমান সিঁড়ি দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারেন । তাই রেলস্টেশন থেকে ওই অংশে যাত্রী ভিড় হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ ।

এই বিষয়ে কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসেই ওই অংশের মাঝেরহাট পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে বলেই আমাদের আশা । এই অংশ একবার চালু হয়ে গেলে শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীদের খুবই উপকার হবে । বেহালাবাসীর খুব দ্রুত মেট্রোয় মাঝেরহাট পর্যন্ত এসে সেখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন ।"

বর্তমানে পরিষেবা রয়েছে জোকা থেকে তারাতলা পর্যন্ত । তাই মাত্র সাড়ে 6 কিমি দূরত্বে আর্থিকভাবে তেমন লাভ হচ্ছে না মেট্রোর । তাই মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু হয়ে গেলে আনুমানিক 60 হাজারের কাছাকাছি যাত্রী ভিড় করতে পারে বলে মনে করা হচ্ছে । তবে এই লাইন সম্পূর্ণ নির্মাণ হয়ে গেলে তার পুরো যাত্রা পথ হবে প্রায় 15.08 কিমি । তখন জোকার ডায়মন্ড পার্ক থেকে শুরু করে মেট্রো পৌঁছে যাবে মধ্য কলকাতার এসপ্ল্যানেড পর্যন্ত ।

এখানে এসে পার্পল লাইন যুক্ত হবে কলকাতা মেট্রোর ব্লু লাইনের সঙ্গে । এখন জোকা থেকে তারাতলা পর্যন্ত 6টি স্টেশন রয়েছে । সেগুলি হল জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা । এই তালিকায় নতুন যে স্টেশনগুলি যুক্ত করা হবে সেগুলি হল মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট ও এসপ্ল্যানেড ।

আরও পড়ুন : শেষের মুখে মহাকরণ মেট্রো স্টেশনের কাজ, বসানো হচ্ছে এএফসি-পিসি গেট

Last Updated : Sep 12, 2023, 9:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details