পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ICF এর নতুন রেকে সমস্যায় 12 মিনিট আটকে মেট্রো - কলকাতার খবর

ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-এর নতুন মেট্রো রেকগুলি লকডাউনের সময় বারবার পরীক্ষামূলকভাবে চেক করা হয়েছে । তা-ও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা ।

kolkata metro
kolkata metro

By

Published : Sep 27, 2020, 6:57 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর : নির্ধারিত সময় ঘোষণা হওয়ার পরেও বেশ কিছুক্ষণ প্লাটফর্মেই দাঁড়িয়ে রইল মেট্রোরেল । আজ প্রায় 12 মিনিট দেরি করে ছাড়ে মেট্রো ।

কবি নজরুল স্টেশনে ঘোষণা করা সত্ত্বেও নির্ধারিত সময়ে চলল না মেট্রো । রেকের একটি কোচে গেটের সমস্যা দেখা দেওয়ায় সকাল 10.45 মিনিট থেকে প্রায় 10.51 মিনিট পর্যন্ত স্টেশনে আটকে থাকে রেলটি । এরপর দ্রুত গেট মেরামতের কাজ শুরু হয় ।

অন্যদিকে গীতাঞ্জলি স্টেশনে সকাল 10.54 মিনিট থেকে 11.01 মিনিট পর্যন্ত বন্ধ থাকে । ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-এর নতুন মেট্রো রেকগুলি লকডাউনের সময় বারবার পরীক্ষামূলকভাবে চেক করা হয়েছে । তা-ও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা । বেলা 11.55 মিনিট নাগাদ দমদম স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রোর রেক ঠিক ছাড়ার আগেই হঠাৎ করে বিকল হয়ে পড়ে ।

দ্রুত মেট্রো কর্মী ও ইঞ্জিনিয়াররা এসে রেকটি প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন । সব যাত্রীদের নামিয়ে, রেকটিকে খালি করে কার শেডে পাঠানো হয় । এরপর ওই লাইনে আরেকটি রেল দেওয়া হয় । এরপর আবার 12.14 মিনিটে ডাউন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় ।

ABOUT THE AUTHOR

...view details