কলকাতা, 17 মে :মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি শেষ হল মঙ্গলবার । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছে (Metro Dairy case hearing ends)।
সাংসদ অধীর চৌধুরী মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কলকাতার সংস্থা জালান কোম্পানির কেভেন্টার্স গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় চুপিসারে বিক্রি করার অভিযোগ এনেছিলেন রাজ্যের বিরুদ্ধে ।
আরও পড়ুন :Metro Dairy Case in Calcutta High Court : কলকাতা হাইকোর্ট চত্বরে পি চিদাম্বরমকে গো-ব্যাক স্লোগান মহিলা আইনজীবী'র
47 শতাংশের মধ্যে থেকে কেভেন্টার্স গ্রুপ মাত্র 15 শতাংশ শেয়ার সিঙ্গাপুরের একটি সংস্থাকে বিক্রি করে দেয় 135 কোটি টাকায় । শেয়ার বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা না মেনে এই কাজ করা হয়েছিল দাবি করে 2018 সালে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করেছিলেন তিনি । দীর্ঘদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির পর রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
প্রসঙ্গত, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ 2018 সালে কলকাতা হাইকোর্টে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে মামলা করেন তিনি ৷ অধীরের অভিযোগ, মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার কেভেন্টার্স গ্রুপকে মাত্র 85 কোটি টাকায় বিক্রি করে রাজ্য সরকার । এতে অন্তত 500 কোটি টাকা রাজ্যের সম্পত্তি ক্ষতি হয়েছে বলেই দাবি তাঁর । এছাড়া নিয়ম অনুযায়ী শেয়ার বিক্রির আগে ক্রেতাদের জানানোর জন্য সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় । অধীরের অভিযোগ, চুপিসারে এই কাজের জন্য মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির ব্যাপারে শুধুমাত্র বাংলায় বর্তমান এবং ইংরেজিতে স্টেটসম্যান কাগজে বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷