কলকাতা, 25 অক্টোবর: করোনা অতিমারির পরে এই বছর দুর্গাপুজোয় পঞ্চমী ও ষষ্ঠীর দিনে সব থেকে বেশি ভিড় হয়েছে মেট্রোয়। স্বাভাবিকভাবে কলকাতা মেট্রো রেলের লক্ষী লাভও হল ব্য়াপক হারে। করোনা অতিমারীর পর গতবছর কলকাতা মেট্রোর আয় হয়েছিল ছ’কোটি টাকারও বেশি। তবে এই বছর সেই রেকর্ড কিছুটা ছাড়িয়ে মেট্রোর আয় পৌঁছে গেল 6 কোটি 12 লক্ষ কোটির কিছু বেশি।
অন্যদিকে, কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2022 সালে পঞ্চমী থেকে দশমী মিলিয়ে উত্তর-দক্ষিণ করিডোরে যাত্রী ভিড় ছাড়িয়েছিল 37 লক্ষেরও বেশি। আর এই বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ওই রুটে যাত্রী সংখ্যা পেরিয়েছে 39 লক্ষের বেশি। করোনা অতিমারির প্রায় দু'বছর পরে আবারও এত সংখ্যক মানুষ মেট্রো রেল ব্যাবহার করলেন যা 7 অক্টোবর 2019 পরে এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে পাওয়া তথ্য বলছে, এই বছর পঞ্চমী থেকে বিজয়াদশমী পর্যন্ত সবকটি লাইন মিলিয়ে যাত্রী ভিড় হয়েছে 41.65 লক্ষ। এর মধ্যে নর্থ-সাউথ মেট্রো করিডোরে যাত্রী ভিড় ছিল 39 লক্ষ 46 হাজার 945 জন। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে ছিল 2 লক্ষ 16 হাজার 581 জন। পার্পল লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে যাত্রী ভিড় ছিল 1 হাজার 807 জন। নর্থ-সাউথ করিডোরে দমদম মেট্রো স্টেশনে সবচেয়ে বেশি ভিড় হয়েছিল 3 লক্ষ 84 হাজার 857 জন। এরপরই কালীঘাট মেট্রো স্টেশনে যাত্রী ভিড় ছিল 3 লক্ষ 68 হাজার 830 এবং শোভাবাজার-সুতানুটিতে সেই সংখ্য়া ছিল 2 লক্ষ 73 হাজার 98 জন যাত্রী।