পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বউবাজারে ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী ও কারিগরদের ক্ষতিপূরণের পরিকল্পনা - affected Gold traders and goldsmith of Bowbazar

আট দিন পর দোকান খুললেন বউবাজারের ক্ষতিগ্রস্ত সোনার দোকানের ব্যবসায়ীরা । দুর্গা পাতুরি লেন থেকে স্যাঁকরা পাড়া লেন পর্যন্ত প্রায় 14 টি সোনার দোকান রয়েছে । ইস্টওয়েস্ট প্রকল্পের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গা পাতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের একাধিক বাড়ি ।

সোনার দোকান

By

Published : Sep 13, 2019, 3:26 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : আট দিন পর দোকান খুললেন বউবাজারের ক্ষতিগ্রস্ত সোনার দোকানের ব্যবসায়ীরা । দুর্গা পাতুরি লেন থেকে স্যাঁকরা পাড়া লেন পর্যন্ত প্রায় 14 টি সোনার দোকান রয়েছে । ইস্টওয়েস্ট প্রকল্পের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গা পাতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের একাধিক বাড়ি । বাড়িগুলি খালি করে দেওয়া হয় । জল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই দুটি পাড়াতে । ফলে এই দুটি পাড়ার মধ্যে যে 14 টি সোনার দোকান রয়েছে সেগুলির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় । বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই দুটি পাড়ার মধ্যে রয়েছে চৌদ্দটি সোনার গয়নার দোকান । সোনার দোকানের উপরের বাড়িগুলি খালি করে দেওয়া হয় । এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে ।

স্বর্ণ ব্যবসায়ীদের দোকান খালি করে দেওয়ার কোনও নির্দেশ দেয়নি মেট্রোরেল কর্তৃপক্ষ । যদিও ইঞ্জিনিয়াররা এই দোকানগুলি পরিদর্শন করেছেন ঘটনার পরবর্তী সময় । দোকানদাররা এরফলেই বিভ্রান্ত হয়ে পড়েছেন । সোনার গয়নার ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা বুঝতে পারছেন না আসলে কী হতে চলেছে । তার কারণ তাঁদের মাথার উপর যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি রয়েছে সেগুলো থেকে বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে । কিন্তু, দোকান ছেড়ে যাওয়ার জন্য কোনওরকম নির্দেশ দেওয়া হয়নি । তারা নিজেরাই এই ক'দিন দোকান বন্ধ রেখেছিলেন । তার কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল । গতকাল সন্ধ্যার পর ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এই 14 টি দোকানে । দোকানদাররা জানিয়েছেন, তারা বুঝতে পারছেন না, দোকান খোলা রাখবেন না বন্ধ করে রাখবেন । বিদ্যুৎ সংযোগ আসার পর আজ সকালে ওই 14 টি দোকান খুলেছেন ব্যবসায়ীরা । ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকান খুললেও ব্যবসা করার মতো পরিস্থিতি নেই । দোকানে গয়না রাখতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা । যদি দোকান বন্ধ করার নির্দেশ আসে তাহলে ফের সমস্যায় পড়তে হবে ।

স্থানীয় কাউন্সিলর সত্যেন্দ্রনাথ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গয়নার দোকানগুলো, গয়না তৈরির কারখানাগুলি, ক্ষতিগ্রস্ত গয়না প্রস্তুতকারক কারখানাগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে । আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে গেলে কারখানা ও দোকানগুলির আলাদা তালিকা তৈরি করা হবে । সেই তালিকা অনুসারে আগামী দিনে ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ীদের ও প্রস্তুতকারকদের ক্ষতিপূরণ দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details