কলকাতা, 18 সেপ্টেম্বর:বিদ্বেষ নয়, বরং সম্প্রীতির মেল বন্ধনের ছবি ধরা দিল কলকাতা কর্পোরেশনের বিশ্বকার্মা পুজোয় । পুজো চেহারা নিল উৎসবের । মুছে গেল ধর্মের ভেদাভেদ । কলকাতা পৌরনিগমে বিশ্বকর্মা পুজোর আয়োজনে দেখা গেল এই সৌজন্যের ছবি । বিশ্বকর্মা পুজো উপলক্ষে পৌর ভবনের প্রতিটি বিভাগে পুজোর আয়োজন করা হয়েছিল সোমবার । এদিন সকাল থেকেই সাজো সাজো রব কর্পোরেশন জুড়ে ।
এদিন পৌরনিগমের বিভিন্ন বিভাগের বিশ্বকর্মা পুজো পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, পৌর কমিশনার বিনোদ কুমার । প্রতিটি বিভাগ ঘুরে সেক্রেটারি ডিপার্টমেন্টে আসতেই অবাক কাণ্ড । ঠাকুরের পুজোর জোগাড় যন্ত্র করতে ব্যস্ত বিভাগের কর্মী আফসারা মুমতাজ । পাশে দাঁড়িয়ে চন্দনা কাঞ্জিলাল, ইন্দ্রনীল লাহিড়ী । এমন মিলমিশ দেখে তাঁকে কাছে ডাকেন মেয়র ফিরহাদ হাকিম । বলেন, "এটাই আমাদের বাংলা । আমাদের সংস্কৃতি । এখানে বিশ্বকর্মা পুজোয় হাতে হাত মিলিয়ে কাজ করেন হিন্দু-মুসলিমরা ৷ ইদের দিনেও একসঙ্গে আনন্দে মাতেন দুই ধর্মের মানুষ ।"