এ বারের মাধ্যমিকের প্রথম দশে রয়েছে 16টি জেলার 118 জন ৷ এরা সবাই জেলার পড়ুয়া ৷ প্রথম হয়েছে দেবদত্তা মাঝি ৷ কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী তিনি ৷ প্রাপ্ত নম্বর 697 ৷
Madhyamik 2023 Merit List
By
Published : May 19, 2023, 10:27 AM IST
|
Updated : May 19, 2023, 1:42 PM IST
কলকাতা, 19 মে:এ বারেরমাধ্যমিকের মেধাতালিকায় জয়জয়কার জেলার ৷ ছেলেদের টেক্কা দিয়ে প্রথম হয়েছে এক ছাত্রী, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাঝি ৷ তার প্রাপ্ত নম্বর 697 ৷ দ্বিতীয় স্থানেও রয়েছে বর্ধমানেরই এক ছাত্র ৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল দ্বিতীয় হয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর 691 ৷ একই নম্বর পেয়ে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রিফাত হাসান সরকারও দ্বিতীয় হয়েছে ৷ আর তৃতীয় হয়েছে 6 জন ৷ এ বারের মাধ্যমিকে প্রথম দশের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে 16টি জেলার 118 জন । তবে সেই তালিকায় নাম নেই কলকাতার ৷
পরীক্ষা হওয়ার 76 দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল 2023 সালের মাধ্যমিকের ফলাফল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এ বারের মেধাতালিকায় মালদা থেকে রয়েছে 21 জন, পূর্ব বর্ধমান থেকে 17 জন, বাঁকুড়া থেকে 14 জন, পুরুলিয়া থেকে 6 জন, দক্ষিণ 24 পরগনা থেকে 13 জন, পূর্ব মেদিনীপুর থেকে 11 জন, উত্তর 24 পরগনা থেকে 9 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 9 জন, হুগলি থেকে 5 জন, হাওড়া থেকে 4 জন, কোচবিহার থেকে 3 জন, বীরভূম থেকে 2 জন, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, নদিয়া থেকে 1 জন করে রয়েছে ৷
টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল 690 নম্বর পেয়ে তৃতীয় হয়েছে ৷ একই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনার বেড়াচাঁপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সারওয়াজ ইমতিয়াজ, অর্ঘদীপ সাহা, মাহির হাসান ও স্বরাজ পাল ৷ উত্তর 24 পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সমাদ্রিতা সেন 689 নম্বর পেয়ে চতুর্থ হয়েছে ৷ এই নম্বর পেয়ে চতুর্থ হয়েছে অনীশ বারুই, তুহীন বেড়া, অর্ক বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চম হয়েছে পুরুলিয়ার অরিজিৎ মণ্ডল, শুভাজিৎ দে, সুপ্রভ আদক, অন্বেষা চক্রবর্তী, ঈশান পাল, রূপায়ম পাল, শেখ সইদ ওয়াসিফ, অনুশ্রেয়া দাস ও শুভজিৎ দে ৷
একনজরে দেখে নেব প্রথম দশের মেধাতালিকায় থাকা প্রথম দশজনের নাম...