পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik 2023 Merit List: মেধাতালিকায় বাজিমাত জেলার, প্রথম কাটোয়ার দেবদত্তা; দ্বিতীয় বর্ধমানেরই শুভম - দেবদত্তা মাঝি

এ বারের মাধ্যমিকের প্রথম দশে রয়েছে 16টি জেলার 118 জন ৷ এরা সবাই জেলার পড়ুয়া ৷ প্রথম হয়েছে দেবদত্তা মাঝি ৷ কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী তিনি ৷ প্রাপ্ত নম্বর 697 ৷

Madhyamik 2023 Merit List
Madhyamik 2023 Merit List

By

Published : May 19, 2023, 10:27 AM IST

Updated : May 19, 2023, 1:42 PM IST

কলকাতা, 19 মে:এ বারেরমাধ্যমিকের মেধাতালিকায় জয়জয়কার জেলার ৷ ছেলেদের টেক্কা দিয়ে প্রথম হয়েছে এক ছাত্রী, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের দেবদত্তা মাঝি ৷ তার প্রাপ্ত নম্বর 697 ৷ দ্বিতীয় স্থানেও রয়েছে বর্ধমানেরই এক ছাত্র ৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পাল দ্বিতীয় হয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর 691 ৷ একই নম্বর পেয়ে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র রিফাত হাসান সরকারও দ্বিতীয় হয়েছে ৷ আর তৃতীয় হয়েছে 6 জন ৷ এ বারের মাধ্যমিকে প্রথম দশের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে 16টি জেলার 118 জন । তবে সেই তালিকায় নাম নেই কলকাতার ৷

পরীক্ষা হওয়ার 76 দিনের মাথায় শুক্রবার প্রকাশিত হল 2023 সালের মাধ্যমিকের ফলাফল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এ বারের মেধাতালিকায় মালদা থেকে রয়েছে 21 জন, পূর্ব বর্ধমান থেকে 17 জন, বাঁকুড়া থেকে 14 জন, পুরুলিয়া থেকে 6 জন, দক্ষিণ 24 পরগনা থেকে 13 জন, পূর্ব মেদিনীপুর থেকে 11 জন, উত্তর 24 পরগনা থেকে 9 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 9 জন, হুগলি থেকে 5 জন, হাওড়া থেকে 4 জন, কোচবিহার থেকে 3 জন, বীরভূম থেকে 2 জন, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, নদিয়া থেকে 1 জন করে রয়েছে ৷

টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল 690 নম্বর পেয়ে তৃতীয় হয়েছে ৷ একই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনার বেড়াচাঁপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সারওয়াজ ইমতিয়াজ, অর্ঘদীপ সাহা, মাহির হাসান ও স্বরাজ পাল ৷ উত্তর 24 পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সমাদ্রিতা সেন 689 নম্বর পেয়ে চতুর্থ হয়েছে ৷ এই নম্বর পেয়ে চতুর্থ হয়েছে অনীশ বারুই, তুহীন বেড়া, অর্ক বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চম হয়েছে পুরুলিয়ার অরিজিৎ মণ্ডল, শুভাজিৎ দে, সুপ্রভ আদক, অন্বেষা চক্রবর্তী, ঈশান পাল, রূপায়ম পাল, শেখ সইদ ওয়াসিফ, অনুশ্রেয়া দাস ও শুভজিৎ দে ৷

একনজরে দেখে নেব প্রথম দশের মেধাতালিকায় থাকা প্রথম দশজনের নাম...

প্রথম দেবদত্তা মাঝি দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল পূর্ব বর্ধমান 697
দ্বিতীয় শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল পূর্ব বর্ধমান 691
দ্বিতীয় রিফাত হাসান সরকার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা 691
তৃতীয় অর্ক মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল টাকি 690
তৃতীয় সৌম্যদীপ মল্লিক বেড়াচাঁপা দেউলিয়া উচ্চবিদ্যালয় উত্তর 24 পরগনা 690
তৃতীয় মহম্মদ সারওয়ার ইমতিয়াজ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা 690
তৃতীয় মাহির হাসান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা 690
তৃতীয় স্বরাজ পাল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা 690
তৃতীয় অর্ঘদীপ সাহা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা 690
চতুর্থ সমাদ্রিতা সেন বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় উত্তর 24 পরগনা 689

আরও পড়ুন:মাধ্যমিকের পাশের হার 86.15 শতাংশ, ছেলেদের টপকে গেল মেয়েরা

Last Updated : May 19, 2023, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details