পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Opinion on Merit List: মেধাতালিকা অপ্রয়োজনীয়, মত শিক্ষাবিদদের একাংশের

প্রকাশিত হয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই'র ফলাফল । এবছর মাধ্যমিক থেকে আইসিএসই, সব বোর্ডের পরীক্ষাতেই মেধাতালিকভুক্তর সংখ্যা 100 ছাড়িয়েছে (Board Exams Merit List) ।

Examination Merit List
মেধাতালিকার গুরুত্ব

By

Published : Jul 18, 2022, 11:07 PM IST

কলকাতা, 18 জুলাই: সম্প্রতি প্রকাশিত হয়েছে আইসিএসই'র ফল । এর কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ফলাফল । তবে এবছর মাধ্যমিক থেকে আইসিএসই, সব বোর্ডের পরীক্ষাতেই মেধাতালিকভুক্তর সংখ্যা 100 ছাড়িয়েছে । এবছর মাধ্যমিকে মেধাতালিকায় ছিল 114 জন, উচ্চমাধ্যমিকে ছিল 271 জন আর এবার আইসিএসই-তেও দেখা গেল সেরকমই চিত্র । সেখানে প্রথম তিনে রয়েছে 110 জন ।

পুরোনো মেধাতালিকার যে ছবি আগে ধরা পড়ত তা ক্রমেই বদলাচ্ছে । তবে এই মেধাতালিকা প্রকাশ করাই অনুচিত বলেই মত শিক্ষাবিদদের একাংশের (opinion of educationists on Exam Merit List) । শিক্ষাবিদ দেবাশিস সরকার এই বিষয় জানিয়েছেন, "এই মেধাতালিকা নিয়ে চর্চা, শুধু আমাদের দেশেই হয় । একটা অজ্ঞতার চর্চা এটা । ফল প্রকাশের মাধ্যমে কীভাবে এক পরীক্ষার্থীর মধ্যে চাপ তৈরী হয় তা মেধাতালিকা প্রকাশের সময় বোঝা যায় । আর এই গ্রেড পদ্ধতি চালু হওয়ার পর থেকে সেটা আরও বেশি দেখা যাচ্ছে । এছাড়াও প্রশ্নপত্রের কাঠামোর পরিবর্তন হয়েছে যার জন্যে দেখা যাচ্ছে একই নম্বর অনেকে পেয়েছে ।"

মেধাতালিকা অপ্রয়োজনীয়, মত শিক্ষাবিদদের একাংশের

আরও পড়ুন: কেমন আছে রাজ্যের স্কুলগুলি ? সরকারের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এই বিষয়ে একই মত পোষণ করেন বেথুন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারীও । তিনি বলেন, "আমার মনে হয় এই মেধাতালিকা বিষয়টা অপ্রয়োজনীয় একটা বিষয় । সব পরীক্ষার্থীর কাছেই তাদের নম্বরটাই তাদের কাছে প্রয়োজনীয় । মেধাতালিকা মাঝে মাঝে তাদের উপর একটা চাপ তৈরি করে । তাও যেহেতু এটা একটা রেওয়াজ তাই চলে আসছে । "

ABOUT THE AUTHOR

...view details