কলকাতা, 30 অক্টোবর : এবার পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে মহিলা যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য চালু হল - মেরি সহেলি প্রকল্প । শিয়ালদা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনে যে সকল মহিলা একা সফর করছেন তাঁদের নিরাপত্তার জন্য এই প্রকল্প । দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রে মহিলা যাত্রীদের নিরাপত্তা আরও আঁটসাঁট করতেই শুরু করা হল অপারেশন মেরি সহেলি। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের ক্ষেত্রে এই ব্যবস্থা শুরু হয়েছে ।
মহিলা যাত্রীদের নিরাপত্তায় "মেরি সহেলি" এবার শিয়ালদা ডিভিশনে - meri saheli project in Southeastern Railway
আপনি আপনার সফরে কী একা মহিলা ! যদি একা হন তাহলে আপনার গন্তব্য পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে মেরি সহেলি ৷ মহিলা যাত্রীদের সফরে সুরক্ষা ও নিরাপত্তার জন্য শিয়ালদা ডিভিশনের দক্ষিণ-পূর্ব রেলে চালু হল মেরি সহেলি প্রকল্প ৷
![মহিলা যাত্রীদের নিরাপত্তায় "মেরি সহেলি" এবার শিয়ালদা ডিভিশনে মহিলা যাত্রীদের জন্য 'মেরি সহেলি' প্রকল্প চালু শিয়ালদা ডিভিশনে](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9362048-thumbnail-3x2-wb-seal.jpg)
মেরি সহেলি প্রকল্পে নিরাপত্তা দলে থাকবে RPF-এর দু'জন মহিলা সাব ইন্সপেক্টর ও দু'জন মহিলা কনস্টেবল । যাত্রা শুরুর আগে তাঁরা প্রতিটি কোচে যেখানে মহিলা যাত্রীরা একা যাত্রা করছেন তাঁদের সঙ্গে গিয়ে দেখা করবেন । যাত্রীদের থেকে তাঁদের সমস্ত তথ্য সংগ্রহ করবেন । পাশাপাশি মহিলা যাত্রীদের সিকিউরিটি হেল্পলাইন নম্বর (182), মোবাইল নম্বর ও ল্যান্ডলাইন নম্বর দেবেন যাতে তাঁরা প্রয়োজন পড়লে সেই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন । মহিলা যাত্রীদের সিট ও বার্থ নম্বরগুলি কন্ট্রোল রুমে দেওয়া হবে । পাশাপাশি ডিভিশনাল কন্ট্রোল রুম থেকে তাঁদের তথ্য পরের স্টেশনের ডিভিশনাল কন্ট্রোল রুমেও পাঠানো হবে । এভাবেই গন্ত্যব্যে পৌঁছানো পর্যন্ত তাঁদের তথ্য সবকটি স্টেশনের ডিভিশনাল কন্ট্রোল রুমে পাঠানো হবে ।
এই একই ব্যবস্থা দক্ষিণ-পূর্ব রেলের ক্ষেত্রেও শুরু করা হয়েছে । এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের - নির্ভয়া ফান্ডের অন্তর্ভুক্ত । যেসব মহিলা যাত্রী একা সফর করবেন তাঁদের সঙ্গে প্ল্যাটফর্মে উপস্থিত মহিলা সাব ইন্সপেক্টর আলাপ পরিচয় সেরে নেবেন ৷ এরপর তাঁরা ওই মহিলা যাত্রীদের বেশ কিছু মৌলিক নিরাপত্তার নিয়ম সম্বন্ধে বলবেন ৷ পাশাপাশি ইভটিজ়িং, যৌন হেনস্থা বা চুরি-ডাকাতি হলে কী কী করণীয় সেই সম্বন্ধে খুঁটিনাটি নিয়ম জানিয়ে সতর্ক করে দেবেন ৷ এছাড়াও মহিলা যাত্রীরা যদি কোচে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন বা হওয়ার আশঙ্কা থাকে তাহলে তৎক্ষণাৎ 182 বা জোনাল সিকিউরিটি কন্ট্রোল রুমের মোবাইলে বা অপারেশন মাই সহেলির মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন ৷
TAGGED:
meri saheli project