পশ্চিমবঙ্গ

west bengal

সংক্রমণ রুখতে আগামী চারদিন বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু বাজার

By

Published : Apr 29, 2021, 6:35 PM IST

সংগঠনের কর্ণধাররা সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার বেশ কিছু বাজার, যেগুলিতে বেশি ভিড় হয় । সংগঠনের এক কর্মকর্তা জানাচ্ছেন যে, এই বাজারগুলির মধ্যে রয়েছে চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ বেশ কিছু বাজার ।

আগামী চারদিন বন্ধ থাকবে মধ্য কলকাতার বেশ কিছু ব্যস্ত বাজার
আগামী চারদিন বন্ধ থাকবে মধ্য কলকাতার বেশ কিছু ব্যস্ত বাজার

কলকাতা, 29 এপ্রিল : শহর কলকাতাতে করোনার নতুন করে সংক্রমণের সংখ্যা রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে । পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা । একই সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ রুখতে এবার এগিয়ে এল ব্যবসায়ী সংগঠন, কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন।

সংগঠনের কর্ণধাররা সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে মধ্য কলকাতার বেশ কিছু বাজার, যেগুলিতে বেশি ভিড় হয় । সংগঠনের এক কর্মকর্তা জানাচ্ছেন যে, এই বাজারগুলির মধ্যে রয়েছে চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ বেশ কিছু বাজার । ব্যবসায়ী সংগঠনের সভাপতি সুশীল পোদ্দার বলেন, "অত্যাবশ্যক পণ্য বিক্রয়কারী দোকানগুলিকে এই বন্ধের আওতার বাইরে । চাঁদনি চক বা ক্যানিং স্ট্রিটের মতো বাজারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী রবিবার পর্যন্ত এই কারণে যে এই সব বাজারগুলিতে সাধারণত অত্যাবশ্যক পণ্য বিক্রি হয় না। কিন্তু বাজারগুলোতে ভিড় হয় খুব। তাই এই বাজারগুলিকেই আমরা এই রবিবার পর্যন্ত বন্ধের আওতায় রাখছি। যেহেতু অত্যাবশ্যক পণ্য খুব বেশি বিক্রি হয় না এই বাজারগুলিতে, তাই এগুলি বন্ধ থাকলেও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন না ৷‘‘

আরও পড়ুন : পুনর্নির্বাচনেও তপ্ত শীতলকুচি, আইসিকে আঙুল উঁচিয়ে হুমকি

সুশীল পোদ্দার আশা প্রকাশ করেন, এই রবিবার পর্যন্ত বাজার বন্ধ কিছুটা হলেও করোনার চেইন ভাঙতে সাহায্য করবে। তিনি বলেন, "আমি আশা করি যে কিছুটা ক্ষতি স্বীকার করেও আমাদের ব্যবসায়ী বন্ধুরা বৃহত্তর স্বার্থে এই সব বাজারগুলিতে তাঁদের দোকান বন্ধ রাখবেন ৷’’

ABOUT THE AUTHOR

...view details