কলকাতা, 1 ফেব্রুয়ারি: 2023-24 আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় সরকারের বাজেটকে (Union Budget 2023) খোলা মনে স্বাগত জানাল মার্চেন্ট চেম্বার অফ কমার্স (Merchant Chamber of Commerce) । এই বণিক মহলের তরফ থেকে সভাপতি নমিত বাজোরিয়া জানিয়েছেন, এদিনের বাজেট সবার জন্য উপকারী হবে । তাঁর মতে, এখানে একদিকে যেমন কৃষি ও গ্রামীণ অর্থনীতির উপর জোর দেওয়া হয়েছে । একইভাবে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প ও পরিকাঠামো উন্নয়নে । এই উদ্যোগ শুধু অর্থনীতিকে চাঙ্গা করবে না, একইভাবে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও লাভদায়ক হবে বলে তিনি মনে করছেন ।
তিনি জানিয়েছেন, এবারের বাজেটে মূলত সাতটি দিককে অগ্রাধিকার দেওয়া হয়েছে । যাকে বলা হচ্ছে সপ্তর্ষি । এর মধ্যে রয়েছে একযোগে উন্নয়ন (Inclusive development), উন্নয়নের শেষ সীমায় পৌঁছানো (Reaching the last mile), পরিকাঠামো ও লগ্নি (Infrastructure and investment), ক্ষমতাকে চেনা (Unleashing potential), গ্রিন গ্রোথ (Green growth), যুব শক্তি (Youth Power), ফিনানসিয়াল সেক্টর (Financial Sector) হয়েছে ।
বুধবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) যে বাজেট পেশ করেছেন, সেখানে স্টার্ট আপগুলিকে কৃষি অগ্রগতি প্রকল্পের আওতায় আনা হয়েছে ও এই প্রকল্পের জন্য 2 হাজার 200 কোটি টাকা ব্যয় করা হয়েছে । কৃষি ঋণের লক্ষ্যমাত্রা 2.4 লক্ষ কোটি টাকা রাখা হয়েছে ও জেলেদের উন্নয়নের জন্য 6 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । শ্রীঅন্ন যোজনা (সাত ধরনের মিলেট)-র জন্য দেশকে কুঁড়েঘর বানানোর অর্থমন্ত্রীর ঘোষণাকে নমিত বাজোরিয়া স্বাগত জানিয়েছেন ।