কলকাতা, 6 মে :ভারতীর ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অতিথি যেখানে মোদি সরকারের নম্বর টু, উল্টোদিকে গৃহকর্তা হলেন বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের মাথা ৷ তাই আয়োজনে তো বাহুল্য থাকবেই ৷ তবে দেখা গেল মেনুতে সবই বাঙালি খাবার ৷ (Menu in Dinner for Amit Shah at the House of Sourav Ganguly) ?
বীরেন রায় রোডের কড়া নিরাপত্তার ফাঁক গলে যেটুকু দেখা গেল তাতে বাঙালিয়ানাতেই নৈশভোজ সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো ছিল মিষ্টি দই ও রসগোল্লাও ৷ সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে যে বাঙালি পদগুলি ছিল তা হল- ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির, দই, রসগোল্লা ও কাজু বরফি ৷