পশ্চিমবঙ্গ

west bengal

গড়ফায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুনের অভিযোগ বাবা-মা'র বিরুদ্ধে

By

Published : May 28, 2020, 5:52 PM IST

Updated : May 28, 2020, 7:35 PM IST

স্থানীয়দের একাংশের অভিযোগ গতকাল, ওই ব্যক্তিকে বঁঁটি দিয়ে কোপায় তাঁর বাবা মা। অভিযুক্তদের আটক করেছে পুলিশ ।

ছবি
ছবি

কলকাতা, 28 মে: মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল বাবা-মার বিরুদ্ধে । গড়ফা থানা এলাকার মণ্ডল পাড়ার ঘটনা। খবরটা জানাজানি হতেই পাড়া-প্রতিবেশীরা চড়াও হয় 15 নম্বর বিহারীলাল রোডের বাড়িটিতে। পরে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। বাড়ি থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের আটক করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গতকাল সাড়ে এগারোটা নাগাদ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাঁর নাম পূর্ণেন্দু মণ্ডল। চিকিৎসা চলাকালীন গতরাতেই মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আজ গড়ফা থানায় জানানো হয়। ঘটনার তদন্তের জন্য আজ দুপুরে মণ্ডলপাড়ায় যায় পুলিশ । সেখানে প্রায় আড়াইশো জন উপযুক্ত বিচারের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের অভিযোগ, পূর্ণেন্দুর বাবা শম্ভুনাথ মণ্ডল, তাঁর মা ও ভাই মিলে গতকাল বঁটি দিয়ে কোপায় পূর্ণেন্দুকে । সেকারণেই মৃত্যু হয়েছে তাঁর। উত্তেজিত জনতা পরে তাঁদের বাড়িতে চড়াও হয়। বাড়িতে ভাঙচুর চালানো হয় ।

স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, ওই ব্যক্তি প্রায় কুড়ি বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাভলভ হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পূর্ণেন্দুর বাবা-মা এবং ভাইকে আটক করেছে পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই তদন্ত শুরু হবে। ঘটনাস্থানে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখাও।

Last Updated : May 28, 2020, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details