কলকাতা, 5 মে : লকডাউনে মানসিক অবসাদ ভুগছেন ? এবার অবসাদ, মানসিক ক্লান্তি থেকে মুক্তি দিতে বিনামূল্যে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের পরিষেবা চালু করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।
আজ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে, দীর্ঘ লকডাউনের জেরে সাধারণ মানুষের মধ্যে মানসিক অবসাদ দেখা দিতে পারে । যাঁরা কোয়ারানটিন সেন্টারে রয়েছেন, যাঁরা হোম আইসোলেশন রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা দূর করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। টেলিফোনে এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে।