পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে মানসিক অবসাদ ? ফ্রি কাউন্সেলিং স্বাস্থ্য দপ্তরের

এই সাইকলজিক্যাল কাউন্সেলিংয়ের পরিষেবা পাওয়ার জন্য হেল্পলাইন নম্বরে ফোন করে কাউন্সেলিংয়ের সেশন বুক করতে হবে। হেল্পলাইন নম্বর: 1800 313 444 222 / 033 2341 2600।

ছবি
ছবি

By

Published : May 5, 2020, 11:28 PM IST

Updated : May 5, 2020, 11:48 PM IST

কলকাতা, 5 মে : লকডাউনে মানসিক অবসাদ ভুগছেন ? এবার অবসাদ, মানসিক ক্লান্তি থেকে মুক্তি দিতে বিনামূল্যে সাইকোলজিক‍্যাল কাউন্সেলিংয়ের পরিষেবা চালু করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।

আজ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশিকায় জানানো হয়েছে, দীর্ঘ লকডাউনের জেরে সাধারণ মানুষের মধ্যে মানসিক অবসাদ দেখা দিতে পারে । যাঁরা কোয়ারানটিন সেন্টারে রয়েছেন, যাঁরা হোম আইসোলেশন রয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের সমস্যা দূর করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার সাইকোলজিক‍্যাল কাউন্সেলিংয়ের পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। টেলিফোনে এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা

প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। তবে এই পরিষেবা পাওয়ার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। এই হেল্পলাইন নম্বর: 1800 313 444 222 / 033 2341 2600।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এই সাইকলজিক্যাল কাউন্সেলিংয়ের পরিষেবা পাওয়ার জন্য হেল্পলাইন নম্বরে ফোন করে কাউন্সেলিংয়ের সেশন বুক করতে হবে। যিনি পরিষেবা নেবেন, তাঁকে এই পরিষেবা দেওয়ার নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে । যাতে ওই সময়ে তিনি ফাঁকা থাকতে পারেন।

Last Updated : May 5, 2020, 11:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details