কলকাতা, 22 ফেব্রুয়ারি : মেনকা গম্ভীরকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷ তবে সিবিআই সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন মেনকা ৷
আজ বেলা 12টা নাগাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মহিলা আধিকারিকও । সূত্রের খবর, দুপুর 12টা থেকে বিকাল তিনটে পর্যন্ত মেনকাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ এরপর গোয়েন্দারা বিকাল 3টা-র সময় মেনকার বাড়ি থেকে বেরিয়ে যান ।
সূত্রের খবর, মেনকা গম্ভীরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী কী ব্যবসায়িক সম্পর্কে আছে, সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই । এছাড়া তিনি বিনয় মিশ্রকে চেনেন কি না তাও জানতে চাওয়া হয় ৷ ব্যাঙ্কক ও লন্ডনের ব্যাঙ্কে কীভাবে, কার মাধ্যমে তাঁরা টাকা পাঠাতেন, সেসবও জানতে চাওয়া হয় মেনকাকে ৷