কলকাতা, 31 অক্টোবর:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর তাঁর অসুস্থ মাকে দেখতে যেতে চান ৷ সেই নিয়ে অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে রিট পিটিশন বা আবেদন করলেন মেনকা গম্ভীর (Menaka Gambhir Files Writ Petition in Calcutta HC) ৷ সেই মামলা আদালত গ্রহণ করেছে ৷ চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷
প্রসঙ্গত, গত 20 অক্টোবর জরুরি ভিত্তিতে মেনকা গম্ভীর বিদেশ যাত্রার আবেদন জানিয়েছিল হাইকোর্টে ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, অসুস্থ মাকে দেখতে যেতে চান ৷ কিন্তু, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় পুজোর ছুটি চলাকালীন সেই আবেদন শুনতে চাননি ৷ রেগুলার বেঞ্চে আবেদন করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ এর আগে সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কককে অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে অভিবাসন বিভাগের আধিকারিকরা তাঁকে আটকায় ৷ কয়লাপাচার মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি ৷ সেই মামলায় মেনকা গম্ভীরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছিল ইডি ৷