পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব়্যাম্প মাতালেন ইয়ং ইন্ডিয়ার সদস্যরা - rampwalk

ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো-এ ব়্যাম্প মাতালেন তাদেরই সদস্যরা। গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো।

ব়্যাম্পে ইয়ং ইন্ডিয়ার সদস্যরা

By

Published : Mar 3, 2019, 3:27 PM IST

কলকাতা, ৩ মার্চ : ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো-এ ব়্যাম্প মাতালেন তাদেরই সদস্যরা। গতকাল শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় ইয়ং ইন্ডিয়ার ফ্যাশন শো। চারজন ফ্যাশন ডিজ়াইনার এই ফ্যাশন শো-এ অংশ নেন।

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ়(CII)-এর একটি অংশ হল ইয়ং ইন্ডিয়া। গতকাল তাদের বার্ষিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আয়োজন করা হয় এই ফ্যাশন শো-র। কলকাতার ডিজ়াইনার অর্জুন সিং ও ইশা থিরানি এবং দিল্লির কামালি মেহেতা, বৈভব সিং-র তৈরি ডিজ়াইনার পোশাক পরে ব়্যাম্প মাতান ইয়ং ইন্ডিয়ার সদস্যরা। এই অনুষ্ঠানেই ২০১৮-১৯ এর চেয়ারপার্সন পদ থেকে বিদায় নেন হর্ষ খেমকা। নতুন চেয়ারপার্সন হিসেবে ভার নেন রজত সারায়োগি।

ইয়ং ইন্ডিয়ার চেয়ারপার্সন হর্ষ খেমকা বলেন, "দেশের ও দশের উন্নতির জন্য নতুন প্রজন্মের প্রয়োজন আছে। এই ধারণাকে মাথায় রেখেই ইয়ং ইন্ডিয়ার সৃষ্টি। আর সেইমতো আমরা কাজও করে চলেছি। ভবিষ্যতেও আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করে যাব। ইতিমধ্যেই আমরা গ্রামের কিছু স্কুলকে উন্নত করার জন্য বেশকিছু কাজ করেছি। তাছাড়া, সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে দুস্থ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতের জন্যও রয়েছে একগুচ্ছ প্রকল্প। নতুন প্রজন্মের হাত ধরে আমাদের দেশ কী করে আরও উন্নতি করতে পারে সেদিকেই আমাদের বিশেষ নজর রয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details