পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার পার্শ্বশিক্ষকদের - আন্দোলন প্রত্যাহর পার্শ্বশিক্ষকদের

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পার্শ্বশিক্ষক সংগঠনের প্রতিনিধিরা । বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে আজ তাঁরা আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন । ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন পার্শ্বশিক্ষকরা ।

Para Teachers
পার্শ্বশিক্ষক

By

Published : Dec 12, 2019, 8:50 PM IST

বিধাননগর, 12 ডিসেম্বর : 32 দিনের অবস্থান বিক্ষোভ এবং 28 দিনের অনশনের পর আজ আন্দোলন প্রত্যাহার করে নিল পার্শ্বশিক্ষকরা । তবে, আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা । যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হয় তাহলে ফের আরও জোরদার আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তাঁরা ।

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পার্শ্বশিক্ষক সংগঠনের প্রতিনিধিরা । বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে আজ তাঁরা আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন । ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন পার্শ্বশিক্ষকরা ।

পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের দাবির বেশিরভাগটাই সমর্থন করেছেন । তবে তিনি সময় চেয়েছেন । আমরা সরকারকে সেই সময় দিতে রাজি হয়েছি । তাই আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে । সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে । মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে শিক্ষামন্ত্রী আলোচনা করবেন আমাদের দাবিগুলি নিয়ে । আমরা সরকারের উপর আস্থা রাখছি ।"

প্রসঙ্গত, এক মাসের বেশি সল্টলেকের সেন্ট্রাল পার্কের পাশে পার্শ্বশিক্ষকরা বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলেন । তাঁদের অন্যতম দাবি বেতনকাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে । আন্দোলনকে সমর্থন জানিয়ে বিরোধী দলগুলির নেতারা পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়েছিলেন । শেষ পর্যন্ত পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনায় রাজি হন শিক্ষামন্ত্রী । গতকাল পার্শ্বশিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দীর্ঘ বৈঠক হয় । বৈঠকের পর রাতেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির বৈঠক হয় । আজ দুপুরে পার্শ্বশিক্ষকরা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহারের কথা ঘোষণা করেন ।

ABOUT THE AUTHOR

...view details