কলকাতা, 18 এপ্রিল: জেলাশাসকদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত বৈঠক পিছিয়ে গেল ৷ আজ মঙ্গলবার ওই বৈঠক হওয়ার কথা ছিল ৷ আদালতের জট কেটে যাওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে গতি এসেছে ৷ যে কোনওদিন ভোট ঘোষণা হতে পারে বলেও শোনা যাচ্ছে ৷ তার আগে জেলাশাসকদের সঙ্গে এই বৈঠকের গুরুত্ব ছিল অনেক ৷
কমিশন সূত্রে খবর, জেলাগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে আজকের এই বৈঠক হওয়ার কথা ছিল । জেলাশাসকদের সঙ্গে এই বৈঠক আজ ভার্চুয়ালি হওয়ার কথা ছিল । তবে আজ সেই বৈঠক হল না । যদিও এই পূর্বনির্ধারিত বৈঠক কেন হল না, তা জানা যায়নি । তবে শীঘ্রই বৈঠকে বসা হবে বলে জানানো হয়েছে কমিশনের । পরবর্তী বৈঠকের দিন চূড়ান্ত হলেও কমিশনের পক্ষ থেকে তা জানানো হবে ।
একদিকে রাজ্য নির্বাচন কমিশন, অন্যদিকে সবকটি রাজনৈতিক দল আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুরু করে দিয়েছে প্রস্তুতি । তবে এই মুহূর্তে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পুড়ছে রাজ্য । তাই এর মধ্যে পঞ্চায়েত নির্বাচন করার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও আলোচনা করবে কমিশন । নির্বাচনী কাজের সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন অর্থাৎ ভোটকর্মীদের জন্য কী বন্দোবস্ত নেওয়া হবে, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন হবে, এই বিষয়গুলিও পরবর্তী বৈঠকে আলোচনা হতে পারে ।
যদিও ভোট প্রস্তুতি নিয়ে এর আগেও জেলাশাসক ও জেলা পঞ্চায়ত আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । তবে দিন যতই এগিয়ে আসছে, ততই আরও তৎপরতা বাড়ছে প্রশাসনের । তাই কোথায় কী ধরনের সমস্যা রয়েছে ও সেগুলির সুরাহার জন্য কী ধরনের পদক্ষেপ করা হতে পারে, সেইসব নিয়ে দফায় দফায় চলছে বৈঠক ।
আরও পড়ুন:পঞ্চায়েত ভোট করাতে রাজ্য পুলিশেই আস্থা ?