কলকাতা, 1 নভেম্বর : টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত রাজ্য সরকারের । আগামী কাল টালা ব্রিজে যৌথ পরিদর্শন করবে পূর্ত দপ্তর এবং রেল কর্তৃপক্ষ । 15 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এর পর রেল এবং পূর্ত দপ্তর ব্রিজের নিজের নিজের জায়গা ভাঙার কাজ শুরু করবে । আজ টালা নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নের বৈঠক থেকে এমনই সিদ্ধান্ত হল ।
টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত রাজ্য সরকারের
আজ টালা ব্রিজ নিয়ে ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
টালা ব্রিজের অবস্থা খুবই খারাপ বলে রেলওয়ে সমীক্ষক সংস্থা রাইটস আগেই রিপোর্ট পেশ করেছিল নবান্নে । এর ফলে পুজোর আগে টালা ব্রিজের উপর দিয়ে বন্ধ করা হয়েছিল ভারী যান চলাচল । টালা ব্রিজের ভবিষ্যত নিয়ে ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন, পূর্ত-সহ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও আধিকারিকেরা নবান্নে জরুরি বৈঠক করেন । সেই বৈঠকে রাইটসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন । কিন্তু, সেই বৈঠকে টালা ব্রিজ নিয়ে তেমন কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা ।
পুজোর আগে টালা ব্রিজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রীও । পুজোর পর আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে বৈঠক হয় । টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার ।