পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধ হচ্ছে টলিউডের শুটিং? আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক নন্দনে - আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক নন্দনে

আজ কোরোনা নিয়ে নবান্ন সভাগৃহের উচ্চপর্যায়ের বৈঠক থেকে আগামী 31 মার্চ পর্যন্ত সিনেমা হল বন্ধ রাখার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই আগামীকাল বৈঠকের সিদ্ধান্ত হয় ।

নন্দন
নন্দন

By

Published : Mar 16, 2020, 10:55 PM IST

কলকাতা, ১৬ মার্চ : কোরোনার জেরে অনির্দিষ্টকালের জন্য কী বন্ধ হয়ে যাবে টলিউডের শুটিং ? এই প্রশ্নকে সামনে রেখেই আগামীকাল বিকেলে নন্দনে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন রাজ‍্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । আগামীকালের এই বৈঠকেই নির্ধারিত হবে টলিউডের শিল্পীদের ভাগ্য ।

আজ কোরোনা নিয়ে নবান্ন সভাগৃহের উচ্চপর্যায়ের বৈঠক থেকে আগামী 31 মার্চ পর্যন্ত সিনেমা হল বন্ধ রাখার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়ে দিয়েছেন হবে না কোনও রিয়েলিটি শোয়ের শুটিং । বন্ধ থাকবে সমস্ত অডিটোরিয়ামও । এমনকী হবে না কোনও থিয়েটার শোও । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই টলিউডের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন । এবার কী তাহলে বন্ধ হবে টলিউডের শুটিং? অনির্দিষ্ট কালের জন্য টলিউডের শুটিং বন্ধ হয়ে যেতে পারে বলে চিন্তার ভাঁজ পড়েছে শিল্পী মহলের কপালে ।

এই অবস্থায় টলিউডের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে আগামীকাল বিকেলে নন্দনে বৈঠক ডেকেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনসহ অন্যান্যরা ।

ABOUT THE AUTHOR

...view details