কলকাতা, 7 জানুয়ারি : যৌথ আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি করতে আজ দীর্ঘক্ষণ বৈঠক হল বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানসহ প্রত্যেকেই আজকের বৈঠকে যৌথ আন্দোলনকে ত্বরান্বিত করার কথা বলেন।
ব্রিগেডের চূড়ান্ত সভার কথা জানানো হয় আজকের বৈঠকে। ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের শুরুতেই ব্রিগেডে বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ সমাবেশ করবে বলে জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি করতে বৈঠক - meeting for join movement of left fronts and congress
যৌথ আন্দোলনে নামতে চলেছে বাম-কংগ্রেস জোট । আজ তারই ব্লু প্রিন্ট তৈরি করতে বৈঠক হয় বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে ।
যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি করতে বৈঠক
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, বেকারের কর্মসংস্থান, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে যৌথভাবে চলতি মাস থেকে আন্দোলন শুরু করবে বামফ্রন্ট এবং কংগ্রেস।
প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, যৌথভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা। ঘরে ঘরে পৌঁছে সমঝোতার বার্তা এবং জনসংযোগ বৃদ্ধির কথাই বলবে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট।
Last Updated : Jan 7, 2021, 9:00 PM IST