কলকাতা, 10 এপ্রিল: বাংলা ও বাঙালির জন্য লড়াই । তাই এবার পথে নামল বাঙালির অধিকার আদায়ে নতুন সংগঠন বঙ্গযোদ্ধার সদস্যরা । রবিবার সন্ধ্যেতে যাদবপুরে তাঁরা একটা সভার আয়োজন করেছিল ৷ তার মূল লক্ষ্য ছিল, বাঙালির অধিকার আদায় । সোনার বাংলাকে আরও সমৃদ্ধভাবে গড়ে তোলার জন্য এদিন একাধিক বার্তা দেন সদস্যরা । তাদের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ কুণ্ডু, গার্গী বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস-সহ আরও অনেকে ।
বঙ্গযোদ্ধা তৈরির পর এটি তাদের প্রথম সভা ছিল ৷ এই সভা করেই মানুষের জয় করে নিয়েছেন তারা । বঙ্গযোদ্ধার মূল দাবি, বাঙালিদের অধিকার আদায় করতে হবে । বাঙালিদের জন্য বাংলায় রাখতে হবে সুবিধা । কারণ তাঁদের কথা, বাংলার উপর সব থেকে বেশি অধিকার বাঙালিদের । বাঙালির জাতির অধিকার আদায়ের মঞ্চে দাঁড়িয়ে বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "চিকিৎসা করাতে গিয়ে আজ সর্বসান্ত হয়ে যাচ্ছেন অনেকেই । এর কারণ বহু বহিরাগত মালিকরা হাসপাতাল খুলেছে । আর বাঙালির টাকা লুট করছে । তাই সরকারকে বলব এই ব্যাপারে বিশেষ করে আগ্রহী হন । নয়তো বাঙালিরা আর কোথাও গিয়ে চিকিৎসা করাতে পারবে না ।"