পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে ফিরেই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে রুদ্ধদ্ধার বৈঠক তথাগতর - তথাগত রায়

কিছুদিন আগেই মেঘালয়ের রাজ্যপাল পদের মেয়াদ শেষ হয়েছে তথাগত রায়ের ৷ রাজনীতিতে ফিরতে চান তা আগেই জানিয়েছিলেন দলের অন্দরমহলে ।

রাজ্যে ফিরেই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে রুদ্ধদ্ধার বৈঠক তথাগত রায়ের
রাজ্যে ফিরেই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে রুদ্ধদ্ধার বৈঠক তথাগত রায়ের

By

Published : Aug 24, 2020, 3:27 PM IST

Updated : Aug 24, 2020, 4:09 PM IST

কলকাতা, 24 অগাস্ট : রাজ্যে ফিরেই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে বসলেন তথাগত রায় ৷ হেস্টিংস হাউসে শুরু হয়েছে রুদ্ধদ্বার বৈঠক ৷ সেখানেই BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীর সঙ্গে বৈঠক করছেন তিনি ৷ আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগদানের আগে এই বৈঠক তথাগত রায়ের৷

কিছুদিন আগেই মেঘালয়ের রাজ্যপাল পদের মেয়াদ শেষ হয়েছে তথাগত রায়ের ৷ রাজনীতিতে ফিরতে চান তা আগেই জানিয়েছিলেন দলের অন্দরমহলে । গতকাল কলকাতায় পা দিয়েই তথাগত রায় জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চান ৷ বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "বঙ্গ BJP-তে কোনও বিভাজন নেই । তৃণমূলে তো রক্তপাত হয়ে যায় । আমাদের তো কোনও এক নেতা বা পরিবার নির্ভর দল নয় । এখানে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে ৷ বঙ্গ BJP-র ভবিষ্যৎ আগামী দিনে অত্যন্ত উজ্জ্বল । 2021-এ তৃণমূলকে সরিয়ে উৎখাত করে দেবে ।"

রাজ্যে ফিরেই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে রুদ্ধদ্ধার বৈঠক তথাগত রায়ের

পাশাপাশি জানিয়েছিলেন, খুব শীঘ্রই দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করবেন ৷ সেইমতো আজ দুপুরে হেস্টিংস হাউসে আসেন তথাগত রায় ৷ সেখানেই শুরু হয়েছে বৈঠক ৷

Last Updated : Aug 24, 2020, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details