পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্যানিক অ্যাটাক ! হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্যও - ফের হাসপাতালে মীরা ভট্টাচার্য

গতকালই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ এরপরই প্যানিক অ্যাটাকে ভুগতে শুরু করেন মীরা দেবী ৷ বিষয়টি চিকিৎসকদের জানালে তাঁকেও ভর্তি করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা ৷ স্বামী-স্ত্রী দুজনকেই একই ফ্লোরে রাখা হয়েছে ৷

mira Bhattacharjee
mira Bhattacharjee

By

Published : May 26, 2021, 6:33 AM IST

কলকাতা, 26 মে : ফের হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ৷ গতকাল করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টচার্যকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তার কিছুক্ষণ পর ভর্তি করা হয় তাঁর স্ত্রীকেও ৷ যদিও মীরাদেবীর শারীরিক পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয় ৷ তাঁর প্য়ানিক অ্যাটাক হচ্ছিল ৷ তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

19 মে করোনায় আক্রান্ত হন মীরা ভট্টাচার্য ৷ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ তবে তিনি এখন করোনামুক্ত ৷ দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেও সপ্তাহখানেকের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা ৷ অন্যদিকে, স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও বুদ্ধবাবু হাসপাতালে ভর্তি হতে চাননি ৷ বাড়িতেই চিকিৎসা চলছিল ৷ কিন্তু সোমবার রাত থেকে আকস্মিক তাঁর শরীরের অক্সিজেন লেভেল নামতে শুরু করে । মঙ্গলবার সকালে ডাক্তাররা তাঁর শারীরিক পরীক্ষা করেন এবং তাঁকে হাসপাতালে ভর্তির জন্য সুপারিশ করেন ।

আরও পড়ুন : বুদ্ধদেবের চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিক্য়াল বোর্ড

স্বামীর শারীরিক অবস্থার অবনতি হতেই প্যানিক অ্যাটাকে ভুগতে শুরু করেন মীরা দেবী ৷ বিষয়টি চিকিৎসকদের জানালে তাঁকেও ভর্তি করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা ৷ স্বামী-স্ত্রী দুজনকেই একই ফ্লোরে রাখা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details