কলকাতা, 6 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে আগামী 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কৃষকদের বিভিন্ন সংগঠন । এই বনধকে সমর্থন জানালেন মেডিকেল পড়ুয়াদের একাংশ । কৃষকদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কৃষি আইন বাতিলেরও দাবি জানিয়েছেন মেডিকেল পড়ুয়ারা ।
নয়া কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ আন্দোলন চলছে । প্রায় এক সপ্তাহ ধরে পঞ্জাব, হরিয়ানার কৃষকরা দিল্লির সীমানায় বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এদিকে ইতিমধ্যেই, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি । এই পরিস্থিতির মধ্যে আগামী 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা । কেন্দ্রীয় সরকারের নীতিকে ধিক্কার জানিয়ে কৃষকদের সেই আন্দোলনকে সমর্থন জানাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশন। এর পাশাপাশি এই ছাত্র সংগঠনের তরফে 3 ডিসেম্বর থেকে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে ‘সংহতি সপ্তাহ’ পালনের কর্মসূচিও জারি রাখা হয়েছে।
কৃষি আইন বাতিলের দাবি, ভারত বনধকে সমর্থন মেডিকেল পড়ুয়াদের একাংশের - কৃষি আইন
অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশনের মেডিকেল ইউনিটের তরফে জানানো হয়েছে, কৃষি আইন ও অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের নাম করে যে কৃষি আইন এনেছে কেন্দ্রীয় সরকার, সেই আইন প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।
আরও পড়ুন : কেন্দ্রের কাছে লিখিত জবাব দাবি কৃষকদের, বুধবার ফের বৈঠক
কৃষকদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে এবং এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশনের মেডিকেল ইউনিটের তরফে কলকাতায় ইতিমধ্যেই একটি সভার আয়োজন করা হয়েছে । এনআরএস মেডিকেল কলেজ ক্য়াম্পাসে আয়োজিত ওই সভায় কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের পড়ুয়াদের একাংশ অংশ নেয় । গোটা দেশের মেডিকেল পড়ুয়ারা যাতে এই আন্দোলনে সামিল হওয়ার পাশাপাশি ‘সংহতি সপ্তাহ’ পালনের কর্মসূচি নেয়, তার জন্য আহ্বান জানানো হয়েছে । অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশনের মেডিকেল ইউনিটের আহ্বায়ক, চিকিৎসক সামস মুসাফির বলেছেন, ‘‘আগামী 8 ডিসেম্বর কৃষকদের ডাকা ভারত বনধকে আমরা সমর্থন করছি । আমরা এই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি ৷’’