কলকাতা, 11 ডিসেম্বর :72 ঘণ্টা পরেও মেলেনি সমাধান (Kolkata Medical College)। অনশন অব্যাহত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের (Students Hunger Strike) ৷ ছাত্র সংসদের নির্বাচন-সহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন চলছে পড়ুয়াদের। ইতিমধ্যেই 5 পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অন্যদিকে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কলেজ কাউন্সিল ও পড়ুয়াদের চার সদস্যের একটি দলের বৈঠকের কথা জানালেও এখনও তাদের কাছে কোনও সরকারি নির্দেশিকা আসেনি ৷ ফলে যতক্ষণ না নির্দেশ আসছে তাঁরা বৈঠকে যোগ দেবেন না ।
এই পরিস্থিতিতে রবিবারও মেডিক্যাল কলেজে দেখা মিলল অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস ও উপাধ্যক্ষ অঞ্জন অধিকারীর। অঞ্জন অধিকারী বলেন, "স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে শনিবার একটি বৈঠক হয়েছে ৷ সেই বৈঠকে ইতিবাচক কিছু সিদ্ধান্ত গ্রহণ হয়নি ৷ অফিসিয়াল একটি নোটিশ ওদের দেওয়া হবে ৷ যেহেতু আজ রবিবার তাই সেটা সম্ভব নয়। সোমবারের মধ্যে তাদের হাতে একটি নোটিশ দিয়ে দেওয়ার চেষ্টা করব ৷ ইতিমধ্যেই পড়ুয়াদের সিবিজি কমেছে ও লিটন বডির সংখ্যা বেড়েছে। ওরা আমাদের সন্তানতুল্য, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যা তা আমরা চাই না তাই ।"