আমার মাধ্যমে শোভনবাবুর কাছেও BJP-তে যোগদানের প্রস্তাব এসেছে : বৈশাখি - baisakhi
বৈশাখি বন্দ্যোপাধ্যায়
2019-03-13 15:39:23
কলকাতা, ১৩ মার্চ : আজ সার্দান এভিনিউ থেকে সাংবাদিক বৈঠক করলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে যা বললেন :
- ২ মার্চ BJP-র এক নেতা ফোন করেন। বলেন ভেবেচিন্তে উত্তর দিতে। আমিও বলি ভেবে দেখব।
- শোভনের সঙ্গে কেউ আলাদা করে কথা বললে জানি না।
- শোভনকেও BJP-তে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
- শোভন এখনও তৃণমূলের কাউন্সিলর। তৃণমূলের সদস্য।
- এখনও কোনও দলকে বেছে নিইনি।
- কারও সঙ্গে কথা বলা যাবে না। এরকম কিছু বলেননি শিক্ষামন্ত্রী।
- তৃণমূলের সঙ্গে গত বছরই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
- BJP তে যাচ্ছি না। কোনও দলেই যাচ্ছি না।
- আজ যাইনি বলে কোথাও যাব না তা নয়।
- আপনারা শুধু BJP করছেন কেন? CPI(M) -ও তো আমাকে প্রস্তাব দিতে পারে।
- আমাকে ভয় দেখিয়ে কিছু করাতে গেলে জেদ বেড়ে যায়।
- আমাকে এই ধরণের অবস্থার মধ্য দিয়ে যখন যেতে হয়েছে, তখন ভাবুন যারা শাসকদল ছাড়া বাকিরা আছে তাদের কী অবস্থা।
- BJP-র কাছ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে।
- রাজনীতি সর্বত্র। আমি কোনও দলে যোগ না দিয়েও রাজনীতি করতে পারি।
- পশ্চিমবঙ্গে কী মাত্র দু'টোই দল? শুধু BJP-র কথা বলছেন কেন?
- উনি যদি কোনও দলে যেতে চান যাবেন।
- আমার আজকে সাংবাদিক বৈঠকে বসার কারণ একটা গুজবের উপর নির্ভর করে আমাকে আড়াই দিন ধরে আমাকে কষ্ট পেতে হয়। আমি কোনও দলের কাছে কথা দিই নি।
- আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে কাজ করেছি আগে।
- আমার মাধ্যমে শোভনবাবুর কাছেও BJP-তে যোগদানের প্রস্তাব আসে। কিন্তু উনি তো রাজনৈতিক একজন কর্মী। সেটার জন্যই উনি গর্বিত।
- আমি লোকসভায় কোনও দলের হয়ে কোনও সিটে লড়ছি না।
Last Updated : Mar 13, 2019, 4:44 PM IST