কলকাতা, 5 জুন:বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর । তাঁর অভিযোগ, দেশের একাধিক গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার লাগাতার চেষ্টা চলছে বর্তমান শাসকের উদ্যোগে । ব্যবসায়িক স্বার্থে এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য জল, জমি ও জঙ্গলকে ব্যবহার করা হচ্ছে বলে তাঁর অভিযোগ । কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা একটুও ভাবা হচ্ছে না বলে আক্ষেপ করেন তিনি । এর বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে বলে মনে করেন মেধা । সেই কারণেই জল, জমি ও জঙ্গল রক্ষার প্রয়োজনীয়তা ও গ্রাম সংসদের গুরুত্বকে তিনি তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ইটিভি ভারতকে জানিয়েছেন ।
নয়া জাতীয় শিক্ষানীতিতে পরিবেশ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মেধা পাটকর ৷ তিনি বলেন, সিবিএসসি বোর্ডে নর্মদা বাঁচাও আন্দোলনের একটি অধ্যায় পাঠ্যক্রমে ছিল, সেটিকেও বাদ দেওয়া হয়েছে । তাঁর কথায়, "সার্বিকভাবে জাতীয় শিক্ষানীতিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে ব্যবসায়িক স্বার্থে । জলপরিবহণে 22 হাজার কিলোমিটার ক্রুজ চালানোর পরিকল্পনা নিচ্ছে সরকার । এ রকম একাধিক পরিবেশ বিরোধী প্রজেক্ট সরকার চালু করছে, তারপরে মন্ত্রক থেকে অনুমতি হচ্ছে । বর্তমান শাসক দল নির্দিষ্ট কর্পোরেট গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থরক্ষায় মরিয়া, যেখান থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পাশাপাশি পুনরায় ক্ষমতা দখলের রাজনীতিতে মেতে উঠেছে তারা ।"
পরিবেশ সংক্রান্ত একাধিক যে আইন রয়েছে সেই আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মেধা । তিনি বলেন, বায়ো ডাইভারসিটি বোর্ড, বন সংরক্ষণ আইন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতো একাধিক যে পরিবেশ বাঁচানোর আইন এবং সংস্থা রয়েছে, সেগুলিকে কোনও রকম ভাবে বাঁচিয়ে রেখে আইন লঙ্ঘন করে চলেছে কেন্দ্রীয় সরকার । এর সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারও শামিল হয়েছে ।