কলকাতা, 17 জানুয়ারি:সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ (Measles Rubella Vaccination) । মূলত স্কুলে স্কুলে চলছে টিকাকরণ কর্মসূচি । তারই পাশপাশি কলকাতা প্রেস ক্লাবেও শিবির আয়োজিত হল । সেখানেও শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া হয় । সোমবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলে (Measles and Rubella vaccination camp) । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের সহকারী স্বাস্থ্য অধিকর্তা পার্থ দে ।
যাদের বয়স 9 মাস থেকে 15 বছরের মধ্যে তাদেরই এই টিকা দেওয়া হচ্ছে । এদিন পার্থ দে বলেন, "বর্তমানে বায়ু দূষণ, ধুলো এবং কম ভেন্টিলেশনের অভাবের কারণে বেশ কিছু অঞ্চলে হাম, রুবেলার প্রাদুর্ভাব দেখা গিয়েছে । আবার কিছু অঞ্চলে এটা মহামারীর আকার ধারণ করছে । তাই কেন্দ্র এবং রাজ্য সরকার চাইছে যে এই মারণ রোগকে দেশ থেকে থেকে মুক্ত করতে ।" এই তৃতীয় টিকাকরণ নিয়ে অভিভাবকদের তরফে যে প্রশ্ন উঠেছিল তা নিয়ে তিনি বলেন, "আমরা জনস্বার্থ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নিয়েই এই কর্মসূচিতে নেমেছি । এই টিকার ফলে পড়ুয়াদের শরীরে প্রতিষেধক তৈরি হচ্ছে ।"