কলকাতা, 5 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে ময়দানে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 'দিদির সুরক্ষা কবচ' শীর্ষক কর্মসূচি নিয়ে মানুষের দরজায় পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে । বিজেপিও কীভাবে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে (Panchayat Election 2023) প্রার্থী দেওয়া যায় ও বুথ কমিটি তৈরি করা যায় সেই পরিকল্পনা করছে ৷ বামেরাও পিছিয়ে নেই ৷ পরিকল্পনা তৈরি করছে তারাও ৷ সম্প্রতি এই প্রসঙ্গ উঠে এসেছে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখে (Md Salim speaks on Panchayat Election) ৷
বামফ্রন্ট আমলে রাজ্যে তৈরি হয়েছিল ত্রি-স্তর পঞ্চায়েত ৷ তাই পঞ্চায়েত ব্যবস্থার 'হাল' ফেরাতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবন । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ইতিমধ্যেই দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন,"যে উদ্দেশ্য নিয়ে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল তা সফল করতে হবে ।" প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রবাদ," যা আমরা করতে পারি সেটাই মুখে বলবো, বাড়িয়ে কিছু বলবো না"। সেই কথাকে স্মরণ করিয়ে তৃণমূল-বিজেপিকে আক্রমণ করে সম্প্রতি এক সভায় সেলিম বলেছেন, "তৃণমূলের কুণাল এবং বিজেপি'র শুভেন্দু নিজেদের মধ্যে ডেটিং করতে পারে । প্রতিদিন নানান রকম ডেট না দিয়ে । তাঁরা তো প্রায়ই এক একটা তারিখ দিচ্ছেন এই হবে, সেই হবে করে কিছুই তো হচ্ছে না । তাঁদের মতো এই ডেট দেওয়া বা এমন কথা বললে হবে না, যা আমরা করতে পারবো না, বলবো । আমাদের প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা জন্মেছে তাকে অটুট রাখতে বাস্তব রূপ দিতে হবে । নানান রকম কর্মসূচির মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে আন্দোলন সংগঠিত করতে হবে । মনে রাখতে হবে রাজ্যে পঞ্চায়েত আমরা মানে বামফ্রন্টই চালু করেছিল । তা কিন্তু এই দুয়ারে সরকারের মতো নয় । রাজ্যের একদম প্রত্যন্ত অংশের শেষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল । যা আজ কোনভাবেই হচ্ছে না । "