পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Md. Salim: 'ইন্ডিয়া' কোনও নির্বাচনী জোট নয়, দাবি সেলিমের

মঙ্গলবার বেঙ্গালুরু থেকে ঘোষিত হয়েছে 26টি বিজেপি বিরোধী দলের নয়া মঞ্চ 'ইন্ডিয়া'র নাম ৷ এই জোট প্রসঙ্গে মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

ETV Bharat
মহম্মদ সেলিম

By

Published : Jul 19, 2023, 8:53 PM IST

কলকাতা, 19 জুলাই: একদিন আগেই বেঙ্গালুরু থেকে ঘোষিত হয়েছে বিজেপি বিরোধী 26টি রাজনৈতিক দলের নতুন মঞ্চের নাম ৷ যেই জোটের গুরুত্বপূর্ণ অংশ সিপিএম ৷ বিরোধীদের গঠিত এই 'ইন্ডিয়া' জোট নিয়ে বর্তমানে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে ৷ তবে বুধবার এই জোট প্রসঙ্গেই সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, 'ইন্ডিয়া' কোনও নির্বাচনী জোট নয় ।

বুধবার মুজফফর আহমেদ ভবনে সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, "ইন্ডিয়া কোনও নির্বাচনী জোট নয় । নেতা নয়, নীতির লড়াই হচ্ছে এটা ৷ প্রথমবার বিরোধীরা এককাট্টা হচ্ছে । নেতা নয়, নীতি নিয়ে তারা এককাট্টা হচ্ছে । লুঠের বিরুদ্ধে এই জোট ৷ কোনও নির্বাচনী জোট এটা নয়, কোনও জোট হবে না । বৈচিত্রের মধ্যে যে ঐক্য আছে, তা রক্ষা করতে হবে । সেটাকে খুঁজে বের করতে হবে । মিশ্র সংস্কৃতি খুঁজে বের করতে হবে । বৈচিত্র্যের জন্য একত্রিত হতে হবে সবাইকে ৷" বিরোধী মঞ্চ প্রসঙ্গে সেলিমের আরও মন্তব্য, ভারতের সংবিধান, মানুষের জীবন-জীবিকা নিয়ে প্রচার করা হবে । তার উপর নির্ভর করবে কে কত দূর যাবে । ভোট হবে কিন্তু আসন বণ্টন হবে রাজ্যে রাজ্যে রাজনৈতিক দলগুলির অবস্থান অনুযায়ী ।

সেলিম এদিন আরও জানান, সিপিএমের সিদ্ধান্ত রাজ্য কমিটির বৈঠক করে গৃহীত হয় ৷ সিপিএমের লাইন পটনা, বেঙ্গালুরু বা মহারাষ্ট্রের বৈঠকে ঠিক হয় না ৷ পার্টি কংগ্রেসে আলোচনা হয় ৷ গত মার্চের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত ওয়েবসাইটে আছে । সেলিমের কথায়, "দেশের শত্রু চিহ্নিত করা হয়েছে। দেশ বিদ্বেষ চায় না, দেশ হিংসা থেকে বাঁচতে চায় ৷ সকলের জন্য এক আইন প্রয়োগ করা হচ্ছে না। ওরা ভয় পেয়েছে। এখন তাই নতুন করে এনডিএ বৈঠক ডাকা হয়েছে। এর আগেও আমরা বাইরে থেকে সরকারকে সমর্থন করেছি । সিপিএম নিজেদের মত বদলায় না ৷ সেটা তৃণমূল করে । তৃণমূল জন্মলগ্ন থেকে এনডিএ সরকারে আছে। আরএসএস'কে ন্যাচরাল অ্যালায়েন্স বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন বাদে তৃণমূলের একটা বড় অংশ বিজেপিতে যাবে।"

আরও পড়ুন: 'ইয়েচুরিকে সঙ্গে নিয়ে আরও বেশি চুরি করবেন মমতা', বিরোধী জোটকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

তবে মহম্মদ সেলিমের কথাতেও এদিন উঠে এসেছে এনডিএ বনাম ইন্ডিয়ার কথা ৷ তিনি বলেন, "এবার এনডিএ বনাম ইন্ডিয়া ৷ যারা এনডিএ'তে ছিল, তারা আবার এদিকে আসার চেষ্টা করবে। এরাজ্যের পাহাড়ের যারা এনডিএ'তে যায়নি আমরা তাদের সঙ্গে আলোচনা করব ।" সেলিমের আরও বক্তব্য, যারা দূরবীন দিয়ে সিপিএমকে খুজে পাচ্ছিল না তারা আবার ব্যাতিব্যস্ত হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details