পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Salim slams Udayan: 'ও কাউকে শ্রদ্ধা করতে পারে না', উদয়নকে তীব্র কটাক্ষ সেলিমের - মহম্মদ সেলিম

প্রয়াত বাবা কমল গুহর পর রাজ্যের প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন উদয়ন গুহ ৷ এ নিয়ে প্রশ্নে করা হলে উদয়নকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷

Md Salim slams Udayan Guha for his controversial remarks on Jyoti Basu
ফাইল ছবি

By

Published : Apr 2, 2023, 7:24 PM IST

সেলিমের তোপ

কলকাতা, 2 এপ্রিল: "যে নিজের বাবাকে শ্রদ্ধা করে না, সে অন্য় কাউকেও শ্রদ্ধা করতে পারে না ৷ এবং সে নিজেও কারও শ্রদ্ধার পাত্র নয় !" জ্যোতি বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ঠিক এই ভাষাতেই রাজ্য়ের মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহর সমালোচনা করলেন মহম্মদ সেলিম ৷ তাঁর বক্তব্য, দুর্নীতির ভারে তৃণমূলের সকলেই এখন ডুবছেন ! আর সেই কারণেই উদয়ন গুহ ভেসে থাকার চেষ্টা করছেন ৷ ভেসে থাকার জন্য তাঁকে জ্যোতি বসুর নাম নিতে হচ্ছে ৷ কিন্তু, এভাবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে টেনে এনে, বা তাঁর সমালোচনা করে উদয়ন ভেসে থাকতে পারবেন না বলেও কটাক্ষ করেছেন সেলিম ৷

প্রসঙ্গত, শনিবার সন্ধেয় কোচবিহারের দিনহাটায় একটি কর্মসূচিতে যোগ দেন উদয়ন গুহ ৷ সেই অনুষ্ঠানে তিনি দাবি করেন, বাম আমলে নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন জ্যোতি বসু ! যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ এর আগে নিজের প্রয়াত বাবা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাম নেতা কমল গুহর বিরুদ্ধেও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন উদয়ন ৷ যা নিয়ে দলের মধ্যেও তাঁকে সমালোচনা ও কটাক্ষ শুনতে হয়েছিল ৷ অথচ, উদয়নের ভাগ্নি যখন তাঁর বিরুদ্ধে পালটা দুর্নীতিগ্রস্ত হওয়ার অভিযোগ তোলেন, তখন তাঁকে আইনি নোটিশ পাঠান উদয়নের আইনজীবী ৷ এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে রবিবার উদয়নের প্রসঙ্গ উঠতেই কড়া ভাষায় তাঁর সমালোচনা করেন সেলিম ৷

আরও পড়ুন:চাকরি দুর্নীতিতে এবার জ্যোতি বসুকে কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ

অন্যদিকে, শক্তিগড় শ্যুটআউট নিয়েও মুখ খোলেন সেলিম ৷ তাঁর ইঙ্গিত, এই সমস্ত ঘটনার সঙ্গে কোনও না কোনওভাবে গরুপাচারে ধৃত অনুব্রত মণ্ডল এবং 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের যোগসূত্র রয়েছে ৷ পাশাপাশি, বিজেপি নেতা দিলীপ ঘোষকেও কাঠগড়ায় তোলেন তিনি ৷ এই মর্মে এদিন ফের একবার রাজ্য ও কেন্দ্রের সরকারকে তোপ দাগেন সেলিম ৷ বলেন, যেকোনও আন্তর্জাতিক চোরাচালান বা পাচার সংশ্লিষ্ট সরকার পক্ষের মদত ছাড়া চলতে পারে না ৷ এ রাজ্যের গরুপাচার এবং কয়লাপাচারের মতো ঘটনাগুলির জন্য আরও একবার কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details