কলকাতা, 5 এপ্রিল: রামনবমীকে কেন্দ্র করে রাজ্য-সহ দেশের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার হনুমান জয়ন্তীতে সেই ঘটনার পুনরাবৃত্তি চায়না কেন্দ্র । এই কারণে বুধবার কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ৷ প্রয়োজনীয় কী কী ব্যবস্থা নিতে হবে তার উল্লেখ রয়েছে সেই নির্দেশিকায় ৷ কেন্দ্রের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এই ইস্যুতেই বুধবার মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷
তাঁর অভিযোগ, মমতা নিজে ও তার পরিবারকে বাঁচাতে জুয়া খেলায় নেমেছেন । শাসকদল তৃণমূল যে হারে বিভিন্ন চুরি, দুর্নীতি, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে তার থেকে রক্ষা পেতেই কেন্দ্রের সঙ্গে সব ধরনের আপসে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেলিম এদিন বলেন,"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাঁর পরিবারকে বাঁচানোর জন্য জুয়া খেলছেন । কেন্দ্র সরকার ক্রমাগত নানান বিষয়ে রাজভবন দ্বারা সরকার চালাতে চাইছে । কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনায় সামিল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । লুটেরারা ঐক্যবদ্ধ হচ্ছেন ।"