পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Salim on INDIA Alliance: রাজ্যে লড়াই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধেই, বিতর্কে ইতি টেনে কর্মীদের বার্তা সেলিমের - md salim Comments

বিরোধী জোটে সিপিএমের অবস্থান কী ? অবশেষে কি বামও তৃণমূলের হাত ধরবে ? জল্পনার পাহাড় জমছিল এতদিন কর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহলে ৷ কিন্তু সমস্ত বিতর্কের ইতি টেনে দলের অবস্থান স্পষ্ট করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

Etv Bharat
মহম্মদ সেলিম

By

Published : Aug 6, 2023, 6:52 AM IST

Updated : Aug 6, 2023, 7:00 AM IST

কলকাতা, 6 অগস্ট: "প্রত্যেক রাজ্যে যে বাস্তবতা আছে তাতে দাঁড়িয়ে লড়াই করতে হবে । আমাদের রাজ্যের ব্যাপারে রাজ্য কমিটির সাফ সিদ্ধান্ত বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে । এটা নেতা নয়, নীতির লড়াই ।" বেঙ্গালুরুতে হওয়া বিরোধী বৈঠকের পর রাজ্যে সিপিএমের অবস্থান নিয়ে তৈরি হওয়া বিতর্কের ইতি টেনে শনিবার দলের অবস্থান স্পষ্ট করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । মুজফফর আহমেদের জন্মদিন উপলক্ষে মহাজাতি সদনে এক অনুষ্ঠানে তাঁর দাবি, এই বিরোধী জোট নির্বাচনী জোট নয়, বিজেপির জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডকে তুলে ধরে আন্দোলনকে দৃঢ় করার বৃহত্তর মঞ্চ।

সম্প্রতি বেঙ্গালুরুতে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল-সহ একাধিক দল আলোচনার ভিত্তিতে বিজেপি বিরোধী জোটের ঘোষণা করেছে । যার নাম 'ইন্ডিয়া'। তারপর থেকেই রাজ্যে সিপিএমের অবস্থান কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল তরজা চলছে। কর্মীদের একটা অংশও দলীয় অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। সেই বিতর্কের ইতি টেনে দলের অবস্থান স্পষ্ট করার মধ্য দিয়ে এদিন কর্মীদেরও বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক ।

সেলিমের কথায়, "বিরোধী বৈঠক এটা প্রথম নয় । অতীতেও হয়েছে । বিজেপির অপশাসন থেকে মানুষ, সভ্যতা ও দেশকে বাঁচাতে হবে । আজ যা মণিপুরে হচ্ছে কাল তা উত্তরবঙ্গে হবে । বিজেপি ও তৃণমূলকে হারাতে হলে বাকি সব শক্তিকে এক করতে হবে। আমরা শুধু নির্বাচনের জন্য ঐক্যের কথা বলি না । যৌথ আন্দোলনের কথা বহু বছর ধরে বলে থাকি । পার্টি কংগ্রেসেও আমরা বলেছি মানুষকে এককাট্টা করতে হবে ।"

আরও পড়ুন : বুদ্ধদেব নিয়ে কুণালের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে পালটা কটূক্তি সেলিমের

সেলিমের আরও অভিযোগ, বেঙ্গালুরু যে প্রস্তাব পাস হল সেই প্রস্তাব মানুষের সামনে আসেনি । ব্যক্তি নয়, এটা নীতি নিয়ে আলোচনা । বিরোধী বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদির বুকে কাঁপন ধরেছে বলে দাবি এই বামনেতার। পাশাপাশি, তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে সেলিম বলেন , "মমতা 2011 সালে 22টি দলের জোট করেছিলেন ৷ বাকি 21টা গেল কোথায় ? নাগপুর (আরএসএসের সদর দফতর) বিপদ হলেই মমতাকে ঝুলি থেকে বের করে । মমতা আগে ফেডারেল ফ্রন্টের কথা বলেছিলেন। রাজ্যে রাজ্যে ঘুরছিলেন । কোথায় গেল সেই ফ্রন্ট ? দেশে বিজেপির বিরুদ্ধে ও রাজ্যে বিজেপি এবং তৃণমূল বিরুদ্ধে মানুষকে এক করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে আমরা সেই কাজটাই করে দেখিয়েছি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও করেছি। এখনও যাঁরা আসেননি তাঁদের কাছে গিয়ে জোরদার লড়াই করতে হবে ।"

Last Updated : Aug 6, 2023, 7:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details