কলকাতা, 13 মে: শিক্ষা দুর্নীতি নিয়ে হাইকোর্টের একের পর এক রায়ে ফ্যাসাদের মুখে রাজ্যের সরকার ও শাসকদল তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই ফের বিড়ম্বনা বাড়ল সরকার ও শাসক দলের। এবার হাইকোর্টের রায়ে চাকরি যেতে বসেছে অপ্রশিক্ষিত 36 হাজার শিক্ষকের। আর এই নিয়ে রাজ্যকে কাঠগড়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তথ্য ধামাচাপা আটকাতে আদালত ময়নাতদন্ত করার সময় ভিডিয়ো করার নির্দেশ দেয় । সেই একই কারণে শিক্ষক নিয়োগ দুর্নীতি আটকাতে এখন ইন্টারভিউয়ের ভিডিয়োগ্রাফি করা হচ্ছে বলে চূড়ান্ত কটাক্ষ করেন সেলিম।
36 হাজার চাকরি বাতিল প্রসঙ্গে সিপিএম-র রাজ্য সম্পাদক বলেন, "সরকার তো ডুগডুগি বাজাবে। কিন্তু এই প্রার্থীদের কে নিয়োগ করেছে? সব জায়গায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রী নিজের মন পসন্দ লোককে বসিয়েছেন।" এরপর কটাক্ষের সুরে সেলিম বলেন, "একসময় পোস্ট মর্টেম করার জন্য ভিডিয়ো করা হত। এখন নিয়োগ দুর্নীতি ঠেকাতে ভিডিয়ো করতে হচ্ছে। এই প্রক্রিয়া যারা বসে আছেন নবান্ন এবং শিক্ষা দফতরে আমলা যদি যুক্ত না-হয় তাহলে কুন্তলরা এটা করতে পারত! আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে ৷"